Darjeeling: দার্জিলিং সফর অসমাপ্ত রেখেই বগটুইয়ের পথে রাজ্যপাল

Last Updated:

এদিন সকালে দার্জিলিং রাজভবন থেকে সড়কপথে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দর পৌঁছান রাজ্যপাল। সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

+
দার্জিলিং

দার্জিলিং সফর অসমাপ্ত রাজ্যপালের

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: সফর কাটছাঁট করে বুধবারেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন সকালে দার্জিলিং রাজভবন থেকে সড়কপথে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দর পৌঁছান রাজ্যপাল। সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।এদিন কোনও জায়গাতেই সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যপাল। কলকাতায় পৌঁছে রামপুরহাটের বগটুই গ্রামে যাওয়ার কথা রয়েছে রাজ্যপাল। এছাড়াও ওই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্যসচিবকে তলব করার কথা রয়েছে রাজ্যপালের। এদিন অর্থাৎ আজ সকালে ফের শিলিগুড়ি ফিরে আসবেন রাজ্যপাল। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ওই অনুষ্ঠানের পর ফের দিল্লিতে ফিরে যাবেন তিনি। রামপুরহাটের বগটুই হত্যা কান্ডে সফর কাটছাট রাজ্যপালের। তাঁর সফর অসমাপ্ত রেখেই দার্জিলিং ছাড়লেন রাজ্যপাল। উল্লেখ্য, এর আগের দিন রামপুরহাট কাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বীরভূমের রামপুরহাটের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের আগুন লাগিয়ে হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুধু তাই নয়। ওই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশা করছেন তিনি। সোমবার রাতে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রাম। মঙ্গলবার সকালে মৃত উপপ্রধানের অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে৷ জ্বালিয়ে দেওয়া হয় একাধিক ঘর-বাড়ি৷ আর সেই অগ্নিসংযোগের ঘটনায় অন্ততপক্ষে ১২জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে৷ গ্রামে চলছে পুলিশি টহল। ঘটনার তদন্তভার হাতে নেওয়া সিআইডি-এর প্রতিনিধি দল যাচ্ছে সেখানে। যাচ্ছেন ফরেন্সিক দলের প্রতিনিধিরাও৷ ঘটনার পরই তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। আর ওই ঘটনায় তীব্র নিন্দা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। দার্জিলিংয়ের রাজভবন থেকেই ওই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন তিনি। এরপরের দিনই বগটুইয়ের উদ্দেশ্যে সস্ত্রীক রওনা দেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Darjeeling: দার্জিলিং সফর অসমাপ্ত রেখেই বগটুইয়ের পথে রাজ্যপাল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement