JalpaiguriNews: বাবা পেশায় দিনমজুর! মেয়ের উচ্চ মাধ্যমিকের ফল শুনলে চমকে যাবেন
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
JalpaiguriNews: শুধুমাত্র আর্থিক অনটনের জন্যে ভেঙে যেতে বসেছে ডালিয়ার বড় হওয়ার স্বপ্ন।
জলপাইগুড়ি: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফল দিন মজুরের মেয়ে ডালিয়ার। তবে এবার সেই স্বপ্নপূরণের পথে পড়ছে প্রশ্নবোধক চিহ্ন। শুধুমাত্র আর্থিক অনটনের জন্যে ভেঙে যেতে বসেছে বড় হওয়ার স্বপ্ন। নিজের চেষ্টায় অভাবনীয় ফল করেছে কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ডালিয়া। তার ইচ্ছে আইন নিয়ে পড়াশোনা করার। তবে আশঙ্কা পারিবারিক আর্থিক অনটনের কারণে হয়তো তার স্বপ্ন ভেঙে যাবে। তার প্রাপ্ত নম্বর ৪৫২।
ডালিয়ার তার বাবা একজন দিনমজুর। ডালিয়া কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে৷ পড়াশোনা ছাড়াও ছবি আঁকাতেও দারুণ পারদর্শী সে। নিজের ইচ্ছেতেই আঁকা শিখেছে সে। মেয়ের এমন সাফল্যে ভীষণ খুশি পরিবারের সবাই। ডালিয়া জানিয়েছে, রোজ কয়েকঘণ্টা পড়াশোনা করে এই সাফল্য অর্জন করতে পেরেছে সে।
advertisement
advertisement
গৃহশিক্ষক বলতে ছিল মাত্র দু’জন। বিদ্যালয়ও সব সময়ে তাকে সাহায্য করেছে বলেও সে জানিয়েছে। এখন তার ইচ্ছে আইন নিয়ে পড়া। কিন্তু এই ধরনের পড়াশোনার জন্য অনেক অর্থের দরকার। তবে হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার মূল মন্ত্রে দৃঢ় ডালিয়া। আশাবাদী পরিবারও।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 6:56 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
JalpaiguriNews: বাবা পেশায় দিনমজুর! মেয়ের উচ্চ মাধ্যমিকের ফল শুনলে চমকে যাবেন









