হোম /খবর /শিক্ষা /
বাবা পেশায় দিনমজুর! মেয়ের উচ্চ মাধ্যমিকের ফল শুনলে চমকে যাবেন

JalpaiguriNews: বাবা পেশায় দিনমজুর! মেয়ের উচ্চ মাধ্যমিকের ফল শুনলে চমকে যাবেন

X
 উচ্চ [object Object]

JalpaiguriNews: শুধুমাত্র আর্থিক অনটনের জন্যে ভেঙে যেতে বসেছে ডালিয়ার বড় হওয়ার স্বপ্ন।

  • Share this:

জলপাইগুড়ি: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফল দিন মজুরের মেয়ে ডালিয়ার। তবে  এবার সেই স্বপ্নপূরণের পথে পড়ছে প্রশ্নবোধক চিহ্ন। শুধুমাত্র আর্থিক অনটনের জন্যে ভেঙে যেতে বসেছে বড় হওয়ার স্বপ্ন। নিজের চেষ্টায় অভাবনীয় ফল করেছে কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ডালিয়া। তার ইচ্ছে আইন নিয়ে পড়াশোনা করার। তবে আশঙ্কা পারিবারিক আর্থিক অনটনের কারণে হয়তো তার স্বপ্ন ভেঙে যাবে। তার প্রাপ্ত নম্বর ৪৫২।

ডালিয়ার তার বাবা একজন দিনমজুর। ডালিয়া কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে৷ পড়াশোনা ছাড়াও ছবি আঁকাতেও দারুণ পারদর্শী সে। নিজের ইচ্ছেতেই আঁকা শিখেছে সে। মেয়ের এমন সাফল্যে ভীষণ খুশি পরিবারের সবাই। ডালিয়া জানিয়েছে, রোজ কয়েকঘণ্টা পড়াশোনা করে এই সাফল্য অর্জন করতে পেরেছে সে।

আরও পড়ুন– টাকা কম? কন্ডাক্টরের উপরে ঝাঁপিয়ে পড়লেন মহিলা, তার পর? ভাইরাল ভিডিও দেখছে দেশ!

গৃহশিক্ষক বলতে ছিল মাত্র দু’জন। বিদ্যালয়ও সব সময়ে তাকে সাহায্য করেছে বলেও সে জানিয়েছে। এখন তার ইচ্ছে আইন নিয়ে পড়া। কিন্তু এই ধরনের পড়াশোনার জন্য অনেক অর্থের দরকার। তবে হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার মূল মন্ত্রে দৃঢ় ডালিয়া। আশাবাদী পরিবারও।

সুরজিৎ দে

Published by:Rachana Majumder
First published:

Tags: Higher Secondary 2023 results