Jalpaiguri News: বহু প্রচেষ্টার পর হাতিকে সুস্থ করতে এবার হাসপাতালে পাঠাচ্ছে বন দফতর

Last Updated:

অসুস্থ হাতিটিকে এবার জঙ্গল থেকে বের করে গরুমারায় নিয়ে গিয়ে চিকিৎসা করতে চলেছে বন দফতর। যদিও শুক্রবার বিকেলে পর্যন্ত হাতিটিকে ট্রাকে তুলতে বন কর্মীরা সফল হননি, যার মূল কারণ হাতিটির দুর্বল অবস্থা।

#জলপাইগুড়ি : অসুস্থ হাতিটিকে এবার জঙ্গল থেকে বের করে গরুমারায় নিয়ে গিয়ে চিকিৎসা করতে চলেছে বন দফতর। যদিও শুক্রবার বিকেলে পর্যন্ত হাতিটিকে ট্রাকে তুলতে বন কর্মীরা সফল হননি, যার মূল কারণ হাতিটির দুর্বল অবস্থা। সংক্রমিত হয়ে এবং পায়ে, পেটে চোট পেয়ে খুবই করুণ অবস্থা হয়েছে হাতিটির। সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই পারছে না। বন দফতরের পশু চিকিৎসক শ্বেতা মন্ডলের তত্বাবধানে হাতিটির চিকিৎসা চলছে।
জলপাইগুড়ি বন বিভাগের ডি এফ ও বিকাশ ভি, গরুমারা বন্যপ্রাণী বিভাগের এ ডি এফ ও জন্মেঞ্জয় পাল, সহ বন দফতরের বিভিন্ন আধিকারিক এবং বন কর্মীরা হাতিটিকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। শুক্রবার সকাল থেকেই হাতিটির চিকিৎসার জন্য বনাধিকারিকরা এবং পশু চিকিৎসকদের একটি দল ডায়নার জঙ্গলে পৌঁছে যায়। প্রথমে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাকে খেতে দেওয়া হয়।
advertisement
যদিও খাওয়া দাওয়া অনেকটাই ছেড়ে দিয়েছে হাতিটি। এদিনই গরুমারা থেকে ৪টি পোষা হাতি আনা হয়। পোষা হাতি দিয়ে প্রথমে অসুস্থ হাতিটিকে ঘেরা হয়। তারপর তার চিকিৎসা শুরু করা হয়। তবে বেলা বাড়তেই হাতিটিকে জঙ্গল থেকে বেড় কতে অন্যত্র নিয়ে যাওয়ার সিন্ধান্ত নেন বনাধিকারিকরা। যার কারন, জঙ্গলের মধ্যে রেখে হাতিটির চিকিৎসা করতে খুবই সমস্যা হচ্ছে। তাছাড়া তার সঙ্গী সাথী অন্যান্য হাতি গুলি এবং দল আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সেই কারণে আরো অসুবিধা হচ্ছে।
advertisement
advertisement
এরপরই একটি ট্রাক নিয়ে আসা হয়, পোষা হাতি গুলিকে দিয়ে হাতিটিকে গাড়িতে তোলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি। তবে অন্য কোনো উপায় ব্যবহার করে হাতিটিকে অন্যত্র নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে বলে বনদফতরে সূত্রে জানা গিয়েছে।
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বহু প্রচেষ্টার পর হাতিকে সুস্থ করতে এবার হাসপাতালে পাঠাচ্ছে বন দফতর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement