Siliguri Elections: ফের নজির গড়ল শিলিগুড়ি! ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পর দলীয় পতাকা খুলল রাজনৈতিক দল  

Last Updated:

বাড়ি বাড়ি, শহরের অলিগলিতে ঝোলানো পতাকা, ফেস্টুন, সবমিলিয়ে শহর নিয়েছিল উৎসবের চেহারা। আর নেবেই বা না কেন এমন চেহারা? হাওয়ায় যেন ছিল পরিবর্তনের রব

রবিবার ছুটির দিন বরাবরই রাস্তা ফাঁকা থাকে। তবে এদিন যেন সব থমথমে ছিল
রবিবার ছুটির দিন বরাবরই রাস্তা ফাঁকা থাকে। তবে এদিন যেন সব থমথমে ছিল
#শিলিগুড়ি: উত্তেজনা ছিল চরমে। শিলিগুড়িতে পুরনির্বাচনের আগে হেভিওয়েটদের শহরে প্রবেশ। বাড়ি বাড়ি, শহরের অলিগলিতে ঝোলানো পতাকা, ফেস্টুন, সবমিলিয়ে শহর নিয়েছিল উৎসবের চেহারা (Siliguri Elections)। আর নেবেই বা না কেন এমন চেহারা? হাওয়ায় যেন ছিল পরিবর্তনের রব। কেউ চেয়েছিল গ্রাউন্ড ফ্লোরের ক্ষমতা, আবার কেউ নিবেদন করতে চেয়েছিল এই জয় মুখ্যমন্ত্রীকে। অবশেষে জিতল কে বা হারল কে, তার থেকে বড় বিষয় শহরের উন্নয়ন।
এই কয়েকদিন ধরে প্রত্যেকটি পাড়ার দোকানে দোকানে ঝুলছিল দলীয় পতাকা। ভোট শেষ হল, এরপরই নিজের ছন্দে ফিরল শহর শিলিগুড়ি। রবিবার ছুটির দিন, বরাবরই রাস্তা ফাঁকা থাকে। তবে এদিন যেন সব থমথমে ছিল। খুলে ফেলা হচ্ছিল সমস্ত পতাকা ও দলীয় ফেস্টুন।(Siliguri Elections)
ভোটের পরের দিন অর্থাৎ রবিবার ছিল ছুটির দিন। রাস্তা-ঘাট শুনশান হয়ে পড়ে। কেমন যেন চারিদিক নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এতদিনের আয়োজনের পর শহর ফিরেছিল নিজের ছন্দে। শহরের ভবিষ্যৎ লেখা হচ্ছিল তখন। শিলিগুড়ি বরাবরই শান্তিপ্রিয় শহর নামেই পরিচিত। সেখানে ভোটের দিন বিক্ষিপ্তভাবে উত্তেজনা থাকলেও বাড়াবাড়ি বা উল্লেখযোগ্য কিছুই হয়নি। ভোটের পরের দিনও নজির গড়ল শহর। রাস্তায় নামতেই দেখা গেল খোলা হচ্ছে সমস্ত দলীয় পতাকা (Siliguri Elections)। দায়িত্ব সহকারে শহরের গা থেকে মুছে ফেলা হচ্ছে সেই চিহ্নগুলি।
advertisement
advertisement
এদিন বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলাম আমরা। একেই ছিল রবিবার, তার উপর আবার ভোটের পরের দিন। ক্লান্ত ভোটকর্মীরা বিশ্রাম নিচ্ছেন, প্রার্থীরা অপেক্ষায় ফলাফলের এবং ভোটাররা শহরের অভিভাবক কে হবে, সেটা দেখার অপেক্ষায়। দেখা গেল, রাস্তা এবং বিভিন্ন দোকান থেকে খুলে নেওয়া হচ্ছে দলীয় পতাকা। পাড়ায় পাড়ায় নেই আর সেই জমায়েত, আড্ডা কিছুই।
advertisement
শহরে দলীয় পতাকাগুলি খুলতে ব্যস্ত ছিলেন এক কর্মী। তিনি আমাদের জানান, নির্দেশ এসেছে দলীয় পতাকা খোলার। তাই এই কাজ চলছে শহরজুড়ে।
এদিন অনেক কষ্টে দেখা মিলল ৩৫ নম্বর ওয়ার্ডের বিভা সাহার। তিনি বাড়ির বাইরে দুপুরের খাবার সেরে হাঁটাহাঁটি করছিলেন। বলেন, "এখন আর সেই উত্তাপ নেই। রবিবারের দুপুর। তাই একটু দেরিতেই খাওয়া দাওয়া করে পায়চারি। ভোট নিয়ে আমার কোনও উত্তেজনা ছিল না। কাল ভোট দিয়ে এসেছি। একটা জিনিসই চাই। সেটা হল শহরের উন্নয়ন।" বিভাদেবীর কথা শুনেই বেরিয়ে এলেন তাঁর ছেলে সমীরণ। বলেন, "শহর বরাবরই শান্তি বার্তা দিয়ে এসেছে। ভোট দিতে গিয়ে কোনও ঝামেলার মুখে পরতে হয়নি। তবে একটা কথাই বলব, যেই আসুক না কেন, তাঁর প্রধান লক্ষ্য হওয়া উচিৎ শহরের উন্নয়ন।"
advertisement
Vaskar Chakraborty
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri Elections: ফের নজির গড়ল শিলিগুড়ি! ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পর দলীয় পতাকা খুলল রাজনৈতিক দল  
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement