Jalpaiguri news: জেলা জুড়ে চলছে প্রাকৃতিক বিপর্যয়,বাজ পড়ে জোড়া হাতির মৃত্যু
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Jalpaiguri news: স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে বজ্রপাত হচ্ছিল ওই এলাকায়। এরপর আজ ভোরে তাঁরা ডায়না নদীর ধারে একটি ফাঁকা জমিতে হাতি দুটির দেহ পড়ে থাকতে দেখেন
জলপাইগুড়ি: জোড়া হাতির মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল, জলপাইগুড়ির নাগরাকাটায়। জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙা চা বাগানে। বুধবার সকালে চা বাগানের ১৪ নম্বর সেকশনের কাছে ডায়না নদীর ধারে হাতি দুটির দেহ পড়ে থাকতে দেখেন আশপাশের লোকজন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বজ্রপাতে হাতি দুটির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে বজ্রপাত হচ্ছিল ওই এলাকায়। এরপর আজ ভোরে তাঁরা ডায়না নদীর ধারে একটি ফাঁকা জমিতে হাতি দুটির দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বনদফতরে কর্মীরা। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে। হাতি দুটির দেহ ময়না তদন্ত করা হবে বলে বনদবতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2023 8:21 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri news: জেলা জুড়ে চলছে প্রাকৃতিক বিপর্যয়,বাজ পড়ে জোড়া হাতির মৃত্যু










