#শিলিগুড়ি: করোনাকালে আমরা সকলেই ঘরবন্দি হয়ে পড়েছি। একাকীত্ব নবীন থেকে প্রবীণ, সকলকেই প্রায় গ্রাস করেছে। রোটারি ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণ (rotary club of siliguri) এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তের প্রবীণ নাগরিকদের একসঙ্গে নিয়ে আসা হয় 'সম্মানের বাড়ি'তে।
কী এই সম্মানের বাড়ি? প্রবীণদের বিনোদনের জায়গা। বলা যেতে পারে একধরণের ক্লাব। এখানে খবরের কাগজ থেকে শুরু করে রয়েছে ইন্ডোর গেমসের (indoor games) ব্যবস্থা। প্রবীণদের দিনশেষে বাড়ি ফেরানোরও ব্যবস্থা রয়েছে। তবে এতকিছুর পর করোনা আশঙ্কা কিন্তু কাটেনি। তাই এবার প্রবীণদের টিকাকরণের উদ্যোগ নেওয়া হল। চাঁদমণি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটি (chandmoni uttarayan welfare society), শিলিগুড়ি তেরাই লায়নস ব্লাড ব্যাঙ্ক (siliguri terai lions blood bank) এবং অন্যান্য সদস্যদের সহযোগিতায় এই টিকাকরণ কর্মসূচি পালিত হয়।
এদিন সম্মানের বাড়ির সকল সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা, দার্জিলিং জেলা শাসক এস পুনমবলম। এদিনের কর্মসূচিতে ৮৭জন প্রবীণ এবং সম্মান সদস্যদের বুস্টার ডোজ (booster dose) দেওয়া হয়। এর মধ্যে ৫৭টি ছিল কোভিশিল্ড এবং ৩০টি ছিল কোভ্যাকসিন। টিকা পেয়ে সকলেই খুশি। তাঁদের মতে, শহরের প্রবীণদের জন্য এই ভাবনা সত্যি প্রশংসনীয়। পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, 'সম্মানের বাড়ি আমাদের দায়িত্ব। আমরা যেভাবে পারব, তাঁদের সাহায্য করব। আগামীদিনে এটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।'
উল্লেখ্য, 'সম্মানের বাড়ি'তে বিনোদনের পাশাপাশি প্রবীণদের জন্য রয়েছে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা। সহায়তা ব্যবস্থাও। নিয়মিতভাবে তাঁদের শরীর এবং স্বাস্থ্যের খোঁজ নেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কর্তারা। প্রবীণদের জন্য এই 'ক্লাব' আধুনিকতায় মোড়া। বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এছাড়াও তাঁদের বাড়ি থেকে ক্লাব পর্যন্ত নিয়ে আসা এবং আড্ডা শেষে বাড়ি পৌঁছনোর ব্যবস্থাও করা হয়েছে। মূলত বয়স্কদের একাকীত্ব মুছতেই পুলিশের এই নয়া উদ্যোগ! শহরের যেকোনও প্রান্তের বয়স্ক পুরুষ অথবা মহিলা এই ক্লাবের সদস্য হতে পারবেন। শুধু আবেদন করতে হবে পুলিশের হেল্পলাইন নম্বরে। এরপর সেই থানার আধিকারিকরা গিয়ে যোগাযোগ করবেন তাঁদের সঙ্গে। হেল্পলাইন নম্বর হল- ৮৩৮৮৯৯৭৫৬৬ এবং ০৩৫৩ ৩৫৬১৭৩৮।
Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid 19 Vaccine, COVID-19