Siliguri Coronavirus Update: ২৪ ঘন্টায় জেলায় বাড়ল সংক্রমণের গ্রাফ।

Last Updated:

উদ্বেগ বাড়িয়ে দেশে ৩ লক্ষ ছাড়াল করোনা সংক্রমণ। 

শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় ৮২ জন করোনায় সংক্রামিত 
শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় ৮২ জন করোনায় সংক্রামিত 
#শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা (Siliguri Coronavirus Update) সংক্রমণের গ্রাফ বাড়ল। এদিন জেলা স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই খবর। আশানুরূপ সাড়া নেই সুস্থতার হারে। যার ফলে কার্যত অস্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, দার্জিলিং (Darjeeling) জেলায় নতুন করে ২১১ জন করোনা (coronavirus) সংক্রমিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ২৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি (Siliguri municipal corporation - SMC) পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৮২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ১০৫ জন আক্রান্ত হয়েছেন  বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে (Darjeeling MU) ৯ জন, সুকনাতে (Sukna) ২১ জন, কার্শিয়াং মিউনিসিপ্যালিটিতে (Kurseong MU) ১৯ জন, মিরিকে (Mirik) ২ জন, মিরিক (Mirik MU) মিউনিসিপ্যালিটিতে ২ জন, বিজনবাড়িতে (Bijanbari) ১০ জন, সুখিয়াপোখড়িতে (Sukhiapokhri) ৭ জন এবং তাকদহে (Takdah) ৫ জন নতুন করে সংক্রমিত হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, খড়িবাড়িতে (Khoribari) ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন সংক্রমিত হয়েছে। মাটিগাড়াতে (Matigara) ২৩ জন, ফাঁসিদেওয়াতে (Phansidewa) ৬ জন এবং নকশালবাড়িতে (Naxalbari) ১৫ জন সংক্রমিতের হদিস পাওয়া গিয়েছে।
পাশাপাশি, উদ্বেগ বাড়িয়ে দেশে ৩ লক্ষ ছাড়াল করোনা সংক্রমণ। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জনের শরীরে করোনা  সংক্রমণ ধরা পড়েছে। সামান্য বেড়েছে দৈনিক মৃত্যুও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ২৩ হাজার ৯৯০ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৯ লক্ষ ২৪ হাজার ৫১ জন।
advertisement
Vaskar Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri Coronavirus Update: ২৪ ঘন্টায় জেলায় বাড়ল সংক্রমণের গ্রাফ।
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement