Containment Zone in Siliguri: করোনার চোখ রাঙানি! শিলিগুড়ির তিন ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন ঘোষণা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ইতিমধ্যেই শিলিগুড়ি শহরে বেশ কয়েকটি ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয় শিলিগুড়ি পুরনিগম।
#শিলিগুড়ি: কোথাও ৭৫ বছরপূর্তি উদযাপন, কোথাও নির্বাচন নিয়ে প্রস্তুতি। মানুষের মনে ভয়, উদ্বেগ বলে ছিল না কিছুই। করোনা সংক্রমণের খবর রোজ একটা দুটো করে শোনা গিয়েছিল। কিন্তু হঠাৎ উধাও হয়ে গিয়েছিল মানুষের সাবধানতা থেকে শুরু করে মাস্ক পরার ছবি। ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনা। চিকিৎসক, বিশেষজ্ঞদের পরামর্শে বিশেষ সাবধানতা নেওয়ার কথা বলা হয়েছে।
শহরে শহরে উৎসবের ছবি দেখা গেল বেশ কিছুদিন। এরপরই চোখ রাঙালো করোনা ভাইরাস। ইতিমধ্যেই শিলিগুড়ি শহরে বেশ কয়েকটি ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয় শিলিগুড়ি পুরনিগমের তরেফে। জানা গিয়েছে, পুরনিগমের ১৪, ১৯ ও ২৫ নম্বর ওয়ার্ড কনটেইনমেন্ট জোন (Containment Zone) ঘোষণা করা হয়েছে।
পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি নেতাজী গার্লস হাইস্কুল সংলগ্ন এলাকা, লোকনাথ মন্দির ও সুভাষপল্লী এলাকায় এদিন স্যানিটাইজেশন করা হয়। ১৪ নম্বর ওয়ার্ডের রাজীব মোড়, সারদামণি রোড এবং আশ্রমপাড়া সংলগ্ন এলাকা স্যানিটাইজেশন করা হয় (Containment Zone in Siliguri)। এছাড়াও ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী, কম্পিউটার প্যারাডাইস বিল্ডিংয়ের সার্কুলার রোড (computer paradise building, circular road), শিলিগুড়ি গৌড়িও মঠ স্যানিটাইজ করা হয়। ব্যারিকেড দিয়ে রাস্তাগুলো বন্ধ করা হয়। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
advertisement
advertisement
এছাড়াও পুরনিগমের আধিকারিক থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন এলাকায় নজরদারি রাখতে বলা হয়েছে। কোনওরকমের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। কড়া নজরদারির অনুরোধ করা হয়েছে সমস্ত ওয়ার্ডে।
এইদিকে, করোনা রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠতেই রবিবার বেশ কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধের সরকারি নির্দেশিকা জারি হয় (Containment Zone in Siliguri)। এরপরই শিলিগুড়ি গার্লস হাইস্কুলের অনুষ্ঠান হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। ওই রাতেই গৌতমবাবু বলেছিলেন, "করোনা সংক্রমণ বাড়ায় স্কুলের প্লাটিনাম জুবলির সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে"। তবে, এদিন নিয়ম না মেনে অনুষ্ঠান করতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।
advertisement
Vaskar Chakraborty
view commentsLocation :
First Published :
January 05, 2022 7:25 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Containment Zone in Siliguri: করোনার চোখ রাঙানি! শিলিগুড়ির তিন ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন ঘোষণা