Jalpaiguri News : সিগন্যাল অমান্য করায় লরি চালককে জোর আঘাত সিভিকের! পথ অবরোধ, বিক্ষোভ স্থানীয়দের

Last Updated:

Jalpaiguri News : কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার লাঠি হাতে তেড়ে গিয়ে লরি চালকের হাতে সজোরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ওই লরি চালককে স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।

সিভিক ভলেন্টিয়ার
সিভিক ভলেন্টিয়ার
জলপাইগুড়ি: সিগন্যাল ভেঙে লরি এগিয়ে যাওয়ায় লরি চালককে লাঠি দিয়ে আঘাত করেন সিভিক ভলেন্টিয়ার। আহত লরি চালক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ধূপগুড়িতে। সোমবার রাত ৯:৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের চৌপথিতে। জানা গিয়েছে, গয়েরকাটার দিক থেকে একটি লরি জলপাইগুড়ির দিকে যাওয়ার সময় চৌপথি এলাকায় ট্রাফিক সিগন্যাল অমান্য করে লরিটি।
অভিযোগ, কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার লাঠি হাতে তেড়ে গিয়ে লরি চালকের হাতে সজোরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ওই লরি চালককে স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সিভিকের এই আচরণে করে ক্ষিপ্ত হয় জনতা। উত্তেজিত জনতার ভিড়ে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি ও বিরাট পুলিশ বাহিনী।
advertisement
advertisement
পরবর্তীতে ঘটনস্থলে আসেন জলপাইগুড়ির ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামা। অভিযুক্ত সিভিককে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : সিগন্যাল অমান্য করায় লরি চালককে জোর আঘাত সিভিকের! পথ অবরোধ, বিক্ষোভ স্থানীয়দের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement