Jalpaiguri News : সিগন্যাল অমান্য করায় লরি চালককে জোর আঘাত সিভিকের! পথ অবরোধ, বিক্ষোভ স্থানীয়দের
- Published by:Teesta Barman
Last Updated:
Jalpaiguri News : কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার লাঠি হাতে তেড়ে গিয়ে লরি চালকের হাতে সজোরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ওই লরি চালককে স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।
জলপাইগুড়ি: সিগন্যাল ভেঙে লরি এগিয়ে যাওয়ায় লরি চালককে লাঠি দিয়ে আঘাত করেন সিভিক ভলেন্টিয়ার। আহত লরি চালক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ধূপগুড়িতে। সোমবার রাত ৯:৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের চৌপথিতে। জানা গিয়েছে, গয়েরকাটার দিক থেকে একটি লরি জলপাইগুড়ির দিকে যাওয়ার সময় চৌপথি এলাকায় ট্রাফিক সিগন্যাল অমান্য করে লরিটি।
অভিযোগ, কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার লাঠি হাতে তেড়ে গিয়ে লরি চালকের হাতে সজোরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ওই লরি চালককে স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সিভিকের এই আচরণে করে ক্ষিপ্ত হয় জনতা। উত্তেজিত জনতার ভিড়ে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি ও বিরাট পুলিশ বাহিনী।
advertisement
advertisement
পরবর্তীতে ঘটনস্থলে আসেন জলপাইগুড়ির ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামা। অভিযুক্ত সিভিককে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 4:18 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : সিগন্যাল অমান্য করায় লরি চালককে জোর আঘাত সিভিকের! পথ অবরোধ, বিক্ষোভ স্থানীয়দের