Jalpaiguri News: জলপাইগুড়িতে শেষ মুহূর্তে জমজমাট ছট পুজোর বাজার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আজ রাত পোহালেই শুরু,রবিবার বিকেলে ঘাট নেমন্তন্ন। শেষ মুহূর্তে জলপাইগুড়ির বিভিন্ন বাজার ছাড়াও পথের ধারে বিক্রি হচ্ছে বাঁশ এর ঝুড়ি, কুলো, সহ ছট পুজোর নানাসামগ্রী। পাশাপাশি ভিড় উপছে পরছে সবজি সহ ফলেরবাজারেও।
#জলপাইগুড়ি : আজ রাত পোহালেই শুরু,রবিবার বিকেলে ঘাট নেমন্তন্ন। শেষ মুহূর্তে জলপাইগুড়ির বিভিন্ন বাজার ছাড়াও পথের ধারে বিক্রি হচ্ছে বাঁশ এর ঝুড়ি, কুলো, সহ ছট পুজোর নানাসামগ্রী। পাশাপাশি ভিড় উপছে পরছে সবজি সহ ফলের বাজারেও। সব মিলিয়ে শনিবার বিকেলে জমজমাট জলপাইগুড়ির ছট পুজোর কেনা কাটা।
পাশাপাশি ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন ছট ঘাট গুলো সাজিয়ে তুলেছে ছট ব্রতী পরিবারের সদস্যরা। মূলত করলা নদীর দু পারে আয়োজন হয়ে থাকে ছট পুজোর। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন ছট ঘাট পরিদর্শন করে বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা খতিয়ে দেখেছে। অন্য দিকেডুয়ার্সের বিভিন্ন জায়গায় ছট পুজাকে কেন্দ্র করে ভক্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য দুর্গা পুজো বিসর্জনের সময় মাল নদীতে হরপা বানে ভেসে গিয়ে ৮ জনের মৃত্যু হয়। এরপর থেকে মাল নদীতে নামা নিয়ে কড়াকড়ি করেছে পুলিশ প্রশাসন। পাহাড়ি এলাকার এইসব নদীতে যখন তখন জল চলে আসে। তাই ছট পুজো কমেটিগুলো সরকারি নির্দেশ মেনে ঘাট তৈরি করার কথা বলেছে। সেই মতোআজ ওদলাবাড়ি চেল নদী ঘাটে চলছে ঘাট তৈরির কাজ।
advertisement
Surajit Dey
view commentsLocation :
First Published :
October 29, 2022 8:26 PM IST