Jalpaiguri News: জলে ভাসছে ওটা কী! মাছ ধরতে গিয়ে চক্ষু চড়কগাছ স্থানীয়দের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বৃহস্পতিবার সাতসকালে মালবাজার মহকুমার চালসা সংলগ্ন কুর্তি নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার করা হল।
জলপাইগুড়ি: বৃহস্পতিবার সাতসকালে মালবাজার মহকুমার চালসা সংলগ্ন কুর্তি নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হল। সকালে কুর্তি নদীতে মাছ ধরতে চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন হন স্থানীয় বাসিন্দারা। নদীর মধ্যে ব্যক্তির দেহ পড়ে থাকার খবর জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়।
মৃত ব্যক্তির নাম ও ঠিকানা এখনও জানা যায়নি। এলাকার কিছু যুবক কুর্তি নদীতে মাছ ধরতে গেলে, তাদের নজরে আসে একটি মৃত দেহ নদীর মাঝখানে জলের মধ্যে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
কে ওই ব্যক্তি? কীভাবে তিনি ওই এলাকায় এসেছিলেন? তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ । দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 4:58 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলে ভাসছে ওটা কী! মাছ ধরতে গিয়ে চক্ষু চড়কগাছ স্থানীয়দের