Jalpaiguri News: ৪০ লক্ষ টাকা মূল্যের বার্মাটিক কাঠ উদ্ধার! জলপাইগুড়িতে গ্রেফতার গাড়ির চালক
- Published by:Teesta Barman
Last Updated:
Jalpaiguri News: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের কাঠ বোঝাই একটি কন্টেনার আটক করেন বনকর্মীরা। আটক গাড়িতে তল্লাশি করলে প্রায় ৪০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার হয়।
জলপাইগুড়ি: অসম থেকে কলকাতায় পাচারের আগেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার ফাটাপুকুর এলাকা থেকে রবিবার ভোররাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের কাঠ বোঝাই একটি কন্টেনার আটক করেন বনকর্মীরা। আটক গাড়িতে তল্লাশি করলে প্রায় ৪০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার হয়।
জানা গিয়েছে, গুয়াহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে কাঠগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।ধৃতের নাম রাম ভিলাস। উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করে বন দফতর।
advertisement
advertisement
প্রসঙ্গত সেই এলাকা কাঠ পাচারের ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক বাদে বাদেই ধরা পড়ছে বিপুল অর্থের কাঠ গাড়ি। আবার কখনও সেই এলাকা দিয়ে পাচার হচ্ছে বন্যপ্রাণির দেহর চামড়া এবং হাড়। সেই এলাকায় বন দফতর সারাক্ষণ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে রুখতে পারছে এই পাচারকারীদের ছক।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 7:58 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ৪০ লক্ষ টাকা মূল্যের বার্মাটিক কাঠ উদ্ধার! জলপাইগুড়িতে গ্রেফতার গাড়ির চালক

