Jalpaigurinews : অবাক কাণ্ড! গোটা বাড়িটাই তৈরি বাঁশ দিয়ে... ছুটি কাটাতে ঘুরে আসুন ব্যাম্বু হাট
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পুকুরের মাছ, গ্রামের ঢেঁকিচাঁটা চালের ভাত- সবই পাবেন।
জলপাইগুড়ি: পুজো মানেই গতে বাঁধা জীবন ছেড়ে একটু মুক্তি। অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে চলে যান জলপাইগুড়ি ময়নাগুড়ির মোয়ামারীতে। বাঁশের তৈরি এই হোমস্টের চারদিকে রয়েছে গ্রাম্য সবুজপরিবেশ। জানলা খুললেই ঝা চকচকে কাঞ্চনজঙ্গা।
এখানে যেসব পাত্র রয়েছে সেসবও বাঁশের তৈরি। যদি কোনও পর্যটক এসে রাত কাটাবার পর নিজেদের হাতের খাবার তৈরি করতে চান তাহলে এখানে সেসবেরও সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। চা থেকে শুরু করে ডিনার সব খাবার রয়েছে এখানে। পুকুরের মাছ, গ্রামের ঢেঁকিচাঁটা চালের ভাত- সবই পাবেন।
advertisement
কীভাবে যাবেন এখানে? এই হোমস্টেতে আসতে হলে আপনাকে ময়নাগুড়ি রোড স্টেশন থেকে প্রায় ১২ কিলোমিটার এবং জলপাইগুড়ি স্টেশন থেকে ২৮ কিলোমিটার দূরে চলে আসতে হবে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2023 8:21 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaigurinews : অবাক কাণ্ড! গোটা বাড়িটাই তৈরি বাঁশ দিয়ে... ছুটি কাটাতে ঘুরে আসুন ব্যাম্বু হাট