Jalpaiguri News: সকলের জন্য এক আইন, জাতীয় লিগ্যাল সার্ভিস ডে-তে সচেতনতা শিবির

Last Updated:

ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস ডে তথা জাতীয় আইনি পরিষেবা দিবস পালন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হলো জলপাইগুড়িতে। ৯ ই নভেম্বর... সমগ্র দেশের সঙ্গে জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জলপাইগুড়িতেও পালিত হলো এই বিশেষ দিনটি।

+
title=

#জলপাইগুড়ি : ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস ডে তথা জাতীয় আইনি পরিষেবা দিবস পালন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হলো জলপাইগুড়িতে। ৯ ই নভেম্বর... সমগ্র দেশের সঙ্গে জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জলপাইগুড়িতেও পালিত হলো এই বিশেষ দিনটি। জেলা আদালতের বিচারক, কর্মী, আইন কলেজের ছাত্র ছাত্রীরাসহ বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এক বর্ণাঢ্য পদযাত্রায় অংশ গ্রহণ করেন।
এই বিশেষ দিনটি প্রসঙ্গে জেলা জজ শুভ্রদীপ মিত্র জানান, "দেশের প্রতিটি নাগরিককে একই আইনি পরিষেবা প্রদান করার লক্ষ্যে ১৯৮৭ সালে লিগ্যাল সার্ভিস আইন তৈরী হয়। যদিও সেটি ১৯৯৫ সালের ৯ই নভেম্বর থেকে কার্যকরী হয়।" তিনি আরও বলেন, "সাধারন মানুষ যারা আইনি কার্য চালাতে সক্ষম নয় কিংবা এ বিষয়ে অবগত নয় তাদের বিনা মূল্যে সমস্ত রকমের আইনি সাহায্য আমরা করে থাকি। এইভাবে সমাজের সকল শ্রেনীর মানুষের কাছে পৌঁছোই। আমরা এই কাজে সফল। অফিসাররা, অ্যাসোসিয়েশনের বিচারকরা বেড়িয়েছিলাম পদযাত্রায়, এমনকি আইন কলেজের ছাত্রছাত্রীরাও এই কাজে সমান আগ্রহ দেখিয়েছে।"
advertisement
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডের নিখোঁজ ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ
তাঁর বক্তব্য , একজন উচ্চবিত্ত ঘরের মানুষ যেমন আইনগত সমস্ত সাহায্য পায় ঠিক তেমনিই একজন দুঃস্থ, অসহায় মানুষকেও সেই একই আইনের সমস্ত বেনেফিট আমরা দিই। আইন সকলের জন্য সমান। এতে কোনও ভেদাভেদ নেই। এমনই বার্তা দেন তিনি। তিনি আরও জানান, "আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সবসময় আইনের দ্বারা সবরকম ভাবে সাহায্য করবো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জলের সমস্যায় ভুগছে নাগরাকাটার বেশ কিছু পরিবার
জনসাধারনকে সচেতন করার জন্য আমরা যে লিগ্যাল সার্ভিস ডে পালন করছি, এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন তাদের ডিসট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস -এর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই"।আজ সারাদিনই জনসাধারনের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে জেলার নানান জায়গায়। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষদেরকে বোঝানো যে, আইন তাদের সঙ্গে সবসময় রয়েছে। আইন সকলের জন্যই এক।
advertisement
Surajit Dey
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সকলের জন্য এক আইন, জাতীয় লিগ্যাল সার্ভিস ডে-তে সচেতনতা শিবির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement