IPL 2021: 'এমএস আমার মুশকিল আসান', গুরুর বিরুদ্ধে জিতে কী বললেন পন্থ!

Last Updated:

প্রথম ম্যাচেই এমএস ধোনির বিরুদ্ধে। পন্থের কাছে কি এটা কম বড় চাপ ছিল!

#মু্ম্বাই: ভারতীয় ক্রিকেট সার্কিটে তাঁকে অনেকেই ভবিষ্যতের ধোনি বলে ডাকেন। যদিও ঋষভ পন্থ কখনও এই নিয়ে অতি উৎসাহ দেখান না। তিনি বরাবরই বলেন, ধোনির পায়ের ছাপ ফলো করছেন। তবে ধোনি হয়ে ওঠা তাঁর পক্ষে অসম্ভব। কারণ ধোনি একজনই। সে যাই হোক, ধোনির সঙ্গে তাঁর তুলনা দিনের শেষে পন্থের উপর চাপ তৈরি করে। এটা তো স্পষ্ট। আবার এটাও ঠিক, ভারতীয় ক্রিকেটের ভরসার মুখ হয়ে উঠতে গেলে তাঁকে সেই চাপ সামলাতে হবে। জীবনের প্রথম আইপিএল ম্যাচে ক্যাপ্টেন্সি করতে নামলেন তিনি। আর প্রথম ম্যাচেই এমএস ধোনির বিরুদ্ধে। পন্থের কাছে কি এটা কম বড় চাপ ছিল! তবে প্রথম পরীক্ষায় তিনি পাশ। গুরুমন্ত্র গুরুর বিরুদ্ধেই প্রয়োগ করে দিলেন তিনি। সাফল্য পেলেন সঙ্গে সঙ্গেই।
গুরুকে হারিয়ে কী বলবেন পন্থ! এটাই ভাবছিলেন অনেকে। লজ্জায় লাল হয়ে গেলেন দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক। ধোনির সঙ্গে টস করতে গেলেন। তার পর হারালেন সেই ধোনির দলকেই। কেমন অনুভূতি হল! পন্থ উত্তরে বললেন, ''আমার মুশকিল আসান এমএস। আমার যা সমস্যা হয় ওর কাছেই তো যাই। এমএস-এর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ওর বিরুদ্ধে এই জয়ের অনুভূতি বলে বোঝাতে পারব না।'' এমন কথা আগেও জানিয়েছিলেন তিনি। ধোনির থেকে তিনি অনেক কিছুই শিখেছেন। আর এমএস -এর কাছ থেকে যা যা শিখেছেন সেই সব তিনি ধোনির দলের বিরুদ্ধে প্রয়োগ করবেন বলেও জানিয়েছিলেন। তবে এদিন সিএসকের বিরুদ্ধে তাঁকে খুব বেশি স্ট্রাটেজি ফলো করতে হল না। কারণ শিখর ধাওয়ান ও পৃথ্বী শ যা খেললেন তাতে সমস্ত হিসেব-নিকেশ একাকার।
advertisement
এবারও কি তবে গত মরশুমের পুনরাবৃত্তি! এমন আশঙ্কা নিশ্চয়ই এতক্ষণে সিএসকে সমর্থকদের মনে চলছে। গত মরশুমে সিএসকে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন দল গতবার সাত নম্বরে শেষ করে। এমনকী প্রথমবার আইপিএল প্লে-অফ খেলতে পারেনি ধোনির দল। এবার শুরুটা খারাপ হল ধোনির। হারের কারণ হিসেবে তিনি বলে গেলেন, ''বোলাররা একের পর এক দুর্বল ডেলিভারি করেছে। বাউন্ডারি মারার মতোই ডেলিভারি ছিল সেগুলো। তাছাড়া শিশির ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এই উইকেটে আমাদের বোলাররা প্ল্যান এক্সিকিউট করতে পারেনি। তবে ওরা নিশ্চয়ই এই হার থেকে শিক্ষা নেবে।''
advertisement
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: 'এমএস আমার মুশকিল আসান', গুরুর বিরুদ্ধে জিতে কী বললেন পন্থ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement