হোম /খবর /খেলা /
MI vs DC IPL 2020 Final: বিরাটকে দুয়ো দিলেন রোহিতের ফ্যানরা

MI vs DC IPL 2020 Final: বিরাটকে দুয়ো দিলেন রোহিতের ফ্যানরা, হিটম্যানরা অধিনায়কত্বের দাবিতে সোচ্চার

Photo Courtesy- Twitter/VideoGrab

Photo Courtesy- Twitter/VideoGrab

প্রাক্তন ক্রিকেটাররাও রোহিতের অধিনায়কত্বের দাবিতেও সরব হয়েছেন৷

  • Last Updated :
  • Share this:

#দুবাই: রোহিত শর্মা ট্যুইটারে নেটিজেনদের খাদ্য দিলেন৷ আইপিএলের পঞ্চমবার সেরার খেতাব জিতলেন মুম্বই ইন্ডিয়ন্স অধিনায়ক রোহিত শর্মা৷ এমনিতেই বাইশ গজে বিরাট কোহলি ও রোহিত শর্মার লড়াই সকলেই জানেন৷ দুই ক্রিকেটারই দুরন্ত ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবে কে সেরা তাই নিয়েও ফ্যানদের মধ্যে লড়াই চলতেই থাকে৷ তবে আইপিএলে আরসিবি অধিনায়ক হিসেবে এখনও আইপিএল ট্রফি অধরা ৷ আর আইপিএলে পঞ্চমবার সেরা হয়ে রোহিত শর্মা৷

এরপরেই বিরাট বনাম রোহিত ফ্যানরা ট্যুইটারে লেগে পড়েছেন ৷ রোহিত শর্মা ফ্যানরা কার্যত একহাত নিচ্ছেন বিরাটকে৷ বিরাটকে আরসিবি অধিনায়ক হিসেবে রয়েছেন আট বছর তাও একটিও আইপিএল ট্রফি জিততে পারেননি৷

রোহিত শর্মা আট বছর ধরে অধিনায়কত্ব করে পাঁচটি ট্রফি জিতেছেন মুম্বই ইন্ডিয়ন্স ৷ এছাড়াও একবার ডেকান চার্জার্সের হয়ে একটি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন৷ দীর্ঘ সময় ধরে রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট দলের  পুরো সময়ের  অধিনায়ক করার  দাবি করছেন ৷ রোহিত শর্মা টি টোয়েন্টি  ও একদিনের দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন৷

অস্ট্রেলিয়া যাওয়ার আগে রোহিতের হ্যামস্ট্রিংয়ের একটি ঘ্যানঘ্যানে চোট রয়েছে৷ একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে ভাইস ক্যাপ্টেনও নেই তিনি৷ কোহলি দলের সঙ্গে থাকছেন না তিনি পিতৃত্বকালীন ছুটিতে গেছেন৷ ফলে সে অবস্থায় ফের তিনটি টেস্টে রোহিত দলে এসেছেন৷ টেস্ট সিরিজে রোহিতের অধিনায়কত্ব নিয়ে এখনও সন্দেহ কাটেনি৷ টেস্টে রয়েছে অজিঙ্ক রাহানে৷ ফলে তাঁর ওপরও দায়িত্ব বর্তাতে পারে৷

প্রাক্তন ক্রিকেটাররাও রোহিতের অধিনায়কত্বের দাবিতেও সরব হয়েছেন৷ আইপিএলের পারফরম্যান্স নিয়ে তার অধিনায়কত্বের দাবি আরও নিঃসন্দেহে জোরালো হল৷

Published by:Debalina Datta
First published:

Tags: IPL, IPL 2020, Rohit Sharma, Virat Kohli