MI vs DC IPL 2020 Final: বিরাটকে দুয়ো দিলেন রোহিতের ফ্যানরা, হিটম্যানরা অধিনায়কত্বের দাবিতে সোচ্চার

Last Updated:

প্রাক্তন ক্রিকেটাররাও রোহিতের অধিনায়কত্বের দাবিতেও সরব হয়েছেন৷

Photo Courtesy- Twitter/VideoGrab
Photo Courtesy- Twitter/VideoGrab
#দুবাই: রোহিত শর্মা ট্যুইটারে নেটিজেনদের খাদ্য দিলেন৷ আইপিএলের পঞ্চমবার সেরার খেতাব জিতলেন মুম্বই ইন্ডিয়ন্স অধিনায়ক রোহিত শর্মা৷ এমনিতেই বাইশ গজে বিরাট কোহলি ও রোহিত শর্মার লড়াই সকলেই জানেন৷ দুই ক্রিকেটারই দুরন্ত ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবে কে সেরা তাই নিয়েও ফ্যানদের মধ্যে লড়াই চলতেই থাকে৷ তবে আইপিএলে আরসিবি অধিনায়ক হিসেবে এখনও আইপিএল ট্রফি অধরা ৷ আর আইপিএলে পঞ্চমবার সেরা হয়ে রোহিত শর্মা৷
এরপরেই বিরাট বনাম রোহিত ফ্যানরা ট্যুইটারে লেগে পড়েছেন ৷ রোহিত শর্মা ফ্যানরা কার্যত একহাত নিচ্ছেন বিরাটকে৷ বিরাটকে আরসিবি অধিনায়ক হিসেবে রয়েছেন আট বছর তাও একটিও আইপিএল ট্রফি জিততে পারেননি৷
advertisement
advertisement
advertisement
রোহিত শর্মা আট বছর ধরে অধিনায়কত্ব করে পাঁচটি ট্রফি জিতেছেন মুম্বই ইন্ডিয়ন্স ৷ এছাড়াও একবার ডেকান চার্জার্সের হয়ে একটি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন৷ দীর্ঘ সময় ধরে রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট দলের  পুরো সময়ের  অধিনায়ক করার  দাবি করছেন ৷ রোহিত শর্মা টি টোয়েন্টি  ও একদিনের দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন৷
advertisement
অস্ট্রেলিয়া যাওয়ার আগে রোহিতের হ্যামস্ট্রিংয়ের একটি ঘ্যানঘ্যানে চোট রয়েছে৷ একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে ভাইস ক্যাপ্টেনও নেই তিনি৷ কোহলি দলের সঙ্গে থাকছেন না তিনি পিতৃত্বকালীন ছুটিতে গেছেন৷ ফলে সে অবস্থায় ফের তিনটি টেস্টে রোহিত দলে এসেছেন৷ টেস্ট সিরিজে রোহিতের অধিনায়কত্ব নিয়ে এখনও সন্দেহ কাটেনি৷ টেস্টে রয়েছে অজিঙ্ক রাহানে৷ ফলে তাঁর ওপরও দায়িত্ব বর্তাতে পারে৷
advertisement
প্রাক্তন ক্রিকেটাররাও রোহিতের অধিনায়কত্বের দাবিতেও সরব হয়েছেন৷ আইপিএলের পারফরম্যান্স নিয়ে তার অধিনায়কত্বের দাবি আরও নিঃসন্দেহে জোরালো হল৷
বাংলা খবর/ খবর/IPL/
MI vs DC IPL 2020 Final: বিরাটকে দুয়ো দিলেন রোহিতের ফ্যানরা, হিটম্যানরা অধিনায়কত্বের দাবিতে সোচ্চার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement