#দুবাই: রোহিত শর্মা ট্যুইটারে নেটিজেনদের খাদ্য দিলেন৷ আইপিএলের পঞ্চমবার সেরার খেতাব জিতলেন মুম্বই ইন্ডিয়ন্স অধিনায়ক রোহিত শর্মা৷ এমনিতেই বাইশ গজে বিরাট কোহলি ও রোহিত শর্মার লড়াই সকলেই জানেন৷ দুই ক্রিকেটারই দুরন্ত ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবে কে সেরা তাই নিয়েও ফ্যানদের মধ্যে লড়াই চলতেই থাকে৷ তবে আইপিএলে আরসিবি অধিনায়ক হিসেবে এখনও আইপিএল ট্রফি অধরা ৷ আর আইপিএলে পঞ্চমবার সেরা হয়ে রোহিত শর্মা৷
এরপরেই বিরাট বনাম রোহিত ফ্যানরা ট্যুইটারে লেগে পড়েছেন ৷ রোহিত শর্মা ফ্যানরা কার্যত একহাত নিচ্ছেন বিরাটকে৷ বিরাটকে আরসিবি অধিনায়ক হিসেবে রয়েছেন আট বছর তাও একটিও আইপিএল ট্রফি জিততে পারেননি৷
champions @mipaltan champion @ImRo45 looking forward for Australia series#RohithSharma #Rohit #Hitman #MIvsDC #IPL2020 pic.twitter.com/D6MFz02Zqh
— Vinnesha vinnu (@vinnesha) November 10, 2020
5 IPL Trophies in a single pic. #IPLfinal #MumbaiIndians #Hitman #RohitSharma pic.twitter.com/II4iMz55oU
— Aryash Rane (@RaneAryash11) November 10, 2020
Virat kohli always choke in all important decisive KO matches but #RohitSharma always delivers when its matters the most. A champion player of our era @ImRo45 💪💯
— Gulzar Hussain Khan. (@yakhaanpa) November 10, 2020
No One Rohit sharma after winning IPL for 5th time - pic.twitter.com/JZIirrectj — Darshan Shrikhande (@DarshanShrikha2) November 10, 2020
রোহিত শর্মা আট বছর ধরে অধিনায়কত্ব করে পাঁচটি ট্রফি জিতেছেন মুম্বই ইন্ডিয়ন্স ৷ এছাড়াও একবার ডেকান চার্জার্সের হয়ে একটি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন৷ দীর্ঘ সময় ধরে রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট দলের পুরো সময়ের অধিনায়ক করার দাবি করছেন ৷ রোহিত শর্মা টি টোয়েন্টি ও একদিনের দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন৷
অস্ট্রেলিয়া যাওয়ার আগে রোহিতের হ্যামস্ট্রিংয়ের একটি ঘ্যানঘ্যানে চোট রয়েছে৷ একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে ভাইস ক্যাপ্টেনও নেই তিনি৷ কোহলি দলের সঙ্গে থাকছেন না তিনি পিতৃত্বকালীন ছুটিতে গেছেন৷ ফলে সে অবস্থায় ফের তিনটি টেস্টে রোহিত দলে এসেছেন৷ টেস্ট সিরিজে রোহিতের অধিনায়কত্ব নিয়ে এখনও সন্দেহ কাটেনি৷ টেস্টে রয়েছে অজিঙ্ক রাহানে৷ ফলে তাঁর ওপরও দায়িত্ব বর্তাতে পারে৷
প্রাক্তন ক্রিকেটাররাও রোহিতের অধিনায়কত্বের দাবিতেও সরব হয়েছেন৷ আইপিএলের পারফরম্যান্স নিয়ে তার অধিনায়কত্বের দাবি আরও নিঃসন্দেহে জোরালো হল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL, IPL 2020, Rohit Sharma, Virat Kohli