RR vs RCB: নতুন শৃঙ্গে পৌঁছে বাস্তবের মাটিতে বিরাট

Last Updated:

৫১ রান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৬০০০ রানের নজির গড়তেন। এদিন ৭২ রানে অপরাজিত থাকলেন বিরাট

৬০০০ ক্লাবের মালিক বিরাট কোহলি
৬০০০ ক্লাবের মালিক বিরাট কোহলি
নিজেদের সমর্থকদের গর্বিত করবেন কথা দিয়েছেন বিরাট। চ্যাম্পিয়ন হতে পারবেন কিনা সময় বলবে। কিন্তু এদিন যখন তরুণ দেবদত্ত পরিকালের দুর্ধর্ষ ব্যাটিং দেখে মুগ্ধ সবাই তখন এক অনন্য কীর্তি গড়ে ফেললেন বিরাট। ৫১ রান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৬০০০ রানের নজির গড়তেন। এদিন ৭২ রানে অপরাজিত থাকলেন। বেশিরভাগ ক্ষেত্রে ছেড়ে দিলেন দেবদত্তকে। নিজে দ্বিতীয় সিট বেছে নিলেন। ম্যাচ শেষে জানালেন ইচ্ছে করেই এমনটা করেছেন।
advertisement
যখন তিনি দেখলেন আজ দেবদত্ত দুর্ধর্ষ ব্যাট করছেন, তখন ঠিক করে নিয়েছিলেন যত বেশি সম্ভব স্ট্রাইক নিতে দেবেন এই তরুণকে। নিজের নতুন মাইলস্টোন নিয়ে খুশি হলেও উচ্ছ্বসিত নন। পরিষ্কার জানালেন আসল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সমর্থকদের দেওয়া প্রতিশ্রুতি পালন করা। তিনি মাইলস্টোনের কথা চিন্তা করে খেলেন না। এই প্রথম টুর্ণামেন্টে এত দাপটের সঙ্গে শুরু করতে পেরেছে আরসিবি। সোশ্যাল মিডিয়ায় সর্মথকরা দারুণ উত্তেজিত। বিরাট সেই সমর্থকদের বলছেন সমর্থন করে যেতে। পাশাপাশি তিনি সাবধান যাতে সাফল্যে দলের ফোকাস নষ্ট না হয়।
advertisement
advertisement
ধারাবাহিকতা বজায় রাখা আসল লক্ষ্য। দলকে সতর্ক করে দিলেন যাতে বিরাট কিছু করে ফেলেছি এমন মনোভাব না আসে। সমর্থকদের বার্তা দিলেন আনন্দ করুন, কিন্তু আমাদের ওপর ভরসা রাখুন। সাবধানতার চাদর এই জায়গায় কতটা প্রয়োজন অতীত অভিজ্ঞতা থেকে জানেন ভারত অধিনায়ক। অধরা আইপিএল এবার তিনি ধরতে পারেন কিনা উত্তর দেবে সময়। কিন্তু প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৬০০০ ক্লাবে ঢুকে পড়লেন ' কিং কোহলি '।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
RR vs RCB: নতুন শৃঙ্গে পৌঁছে বাস্তবের মাটিতে বিরাট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement