IPL 2021: দেবদত্তকে ভারতীয় দলে দেখছেন গাভাসকার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ভবিষ্যতে ভারতের হয়ে একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি খেলার পাশাপাশি টেস্ট ক্রিকেটেও নিজেকে প্রমান করবেন দেবদত্ত মনে করেন সানি
সানি মনে করেন কর্নাটকের এই ব্যাটসম্যান তাঁরই রাজ্যের অতীত কিংবদন্তিদের রাস্তায় হাঁটতে চলেছেন। যে রাজ্য ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়েছে গুন্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড়, কে এল রাহুল, করুন নায়ারদের, মণীশ পান্ডে দের মত ব্যাটসম্যান, সেই কর্নাটকের দেবদত্ত আগামীদিনে ভারতীয় দলের যোগ্য করে তুলবেন নিজেকে। সানি পরিষ্কার জানাচ্ছেন ছেলেটার বয়স কম হলেও মাথাটা ঠান্ডা। দলের প্রয়োজন বুঝে খেলতে পারে। সামনে বিরাট ভবিষ্যৎ অপেক্ষা করছে। ভবিষ্যতে ভারতের হয়ে একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি খেলার পাশাপাশি টেস্ট ক্রিকেটেও নিজেকে প্রমান করবেন দেবদত্ত।
advertisement
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রদর্শন ছিল ছেলেটার। বিজয় হাজারে ট্রফিতে ৭০০ রানের ওপর ছাড়াও ছিল চারটি শতরান। তাছাড়া বিরাট কোহলি সঙ্গে ওপেন করায় দেবদত্ত অনেক চাপহীন থেকে খেলতে পারছে। উচ্চতা ভাল বলে সহজে পুল করতে পারে। অফ এবং অন দুটো দিকেই সমান শক্তিশালী। প্রাক্তন কিংবদন্তি মনে করেন এই প্রথম বিরাট কোহলির দলকে দেখে মনে হচ্ছে তাঁরা শুধুমাত্র নামে নয়, খেলার মাঠে সত্যিকারের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। যে জায়গায় দুর্বলতা ছিল, বুদ্ধি করে সেই জায়গাগুলো ভরাট করেছে টিম ম্যানেজমেন্ট।
advertisement
advertisement
সবচেয়ে বড় কথা একটা দল হিসেবে পারফর্ম করছে আরসিবি। আগে বিরাট এবং ডি ভিলিয়ার্স আউট হয়ে গেলে আরসিবি চাপে পড়ে যেত। এখন ম্যাক্সওয়েল, জেমিসন, শাহবাজরা চলে আসায় দলের গভীরতা অনেক বেড়েছে। তবে সবে টুর্নামেন্টের শুরু। অনেক কঠিন লড়াই অপেক্ষা করছে। তাছাড়া দীর্ঘ টুর্ণামেন্টে একটা দলের গ্রাফ ধরে রাখা সহজ নয়। আগামীদিনে কী হবে বলা মুশকিল। কিন্তু আপাতত বেশ শক্তিশালী দেখাচ্ছে লাল জার্সিধারীদের।
view commentsLocation :
First Published :
April 23, 2021 5:09 PM IST

