#মুম্বই: অল্প দেখেই কারও প্রশংসা করেন না তিনি। অনেক দেখেশুনে তবেই একজন ক্রিকেটার সম্পর্কে নিজের বক্তব্য রাখতে ভালোবাসেন সুনীল গাভাসকার। সোমবার পঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান হেরে গেল মাত্র ৪ রানে। এত কাছে এসেও হেরে যাওয়াটা যেমন কষ্টের, তেমনই রাজস্থানের তরুণ অধিনায়ক সঞ্জু স্যামসনের জন্য খারাপ লাগছে সানির। যে ১১৯ রানের ইনিংস খেলেন সঞ্জু, তা রোজ রোজ দেখা যায় না বলছেন সানি। এমনকি এই ইনিংস সোনা বাঁধানো বলেছেন তিনি। টেকনিক এবং শক্তির মিশ্রন দেখে খুশি সানি। তিনি নিশ্চিত আজ হেরে গেলেও এই আইপিএলে সঞ্জু অনেক সমালোচনার জবাব দেবেন।
সঞ্জু নিজে জানিয়ে দিলেন যা চেষ্টা করার তিনি করেছেন। দল করেছে। নিজের ব্যাটিং নিয়ে খুব বেশি কথা বলতে চান না। দলের জয় বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় দলে ফিরতে চান। কিন্তু তার জন্য ধারাবাহিক পারফর্ম করে যেতে হবে। কাজটা সহজ নয়। কিন্তু সঞ্জু আত্মবিশ্বাসী তিনি আবার জাতীয় দলের কড়া নাড়তে পারবেন। তবে আপাতত ফোকাস রাখছেন আইপিএলে।
জানিয়ে দিলেন মন খারাপ করার জায়গা নেই। আজকের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঝাঁপাতে চান। বাটলার,দুবে, রিয়ান পরাগ ফিরে গেলেও হার মানেননি সঞ্জু। তেওয়াটিয়াকে নিয়ে লড়াই চালিয়ে গেলেন। ১২ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারি মারলেন। আগেও বড় শট খেলতে পারতেন তিনি। কিন্তু নিজের ইনিংস কীভাবে সাজাতে হয় আজ দেখালেন। কিংবদন্তি সুনীল গাভাসকার স্পষ্ট জানালেন এই ইনিংস খেলার পর জয় প্রাপ্য ছিল সঞ্জুর রাজস্থানের।
Published by:Rohan Chowdhury
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।