‘‘পরিবারের কেউ মৃত্যু শয্যায় থাকলে মাথায় ক্রিকেট আসে না’’ অজি সংবাদমাধ্যমে বিস্ফোরক জাম্পা

Last Updated:

জাম্পা আরও বলেছেন এর জন্যে আর্থিক ক্ষতিও স্বীকার করতে হচ্ছে৷ মানসিক ও শারীরিক পরিস্থিতির ক্ষতি হতে দেওয়া সম্ভব নয়৷

Adam Zampa returning home - Photo Courtesy- RCB/Twitter
Adam Zampa returning home - Photo Courtesy- RCB/Twitter
#মুম্বই : অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa) আইপিএল (IPL 2021) থেকে নাম তুলে নিয়েছেন৷  জাম্পা ও কেন রিচার্ডসন (Kane Richardson) যাঁরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলছিলেন৷ মঙ্গলবার দিনেই তাঁরা দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন৷ তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে বাড়ি ফিরে যান৷ এদিকে অ্যান্ড্রু টাই (Andrew Tye) রাজস্থান রয়্যালস থেকে পুরো টুর্নামেন্ট না খেলে বাড়ি ফিরে গেছেন৷
সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে জাম্পা বলেছেন, ভারতের বায়ো বাবল সবচেয়ে অসুরক্ষিত৷ আমার মতে এবারেও টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতেই হওয়া উচিত ছিল৷
জাম্পা আরও বলেছেন, ‘‘আমরা এই কিছুদিনে বেশ কিছু বায়োবাবলে কাটিয়েছি৷ আমার মনে হয় ভারতের বায়োবাবল সবচেয়ে দুর্বল৷ আমার মনে হয় এটা শুধুমাত্র ভারত বলেই সম্ভব৷ আমাদের সব সময় বলা হয় এখানকার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে৷ এখানে আসা মাত্রই বিশেষ যত্নশীল হতে বলা হয়৷ আমার মনে হয় এটা সবচেয়ে দুর্বল৷’’
advertisement
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘ছয় মাস আগে দুবাইতে আইপিএল হয়েছে সেখানে এরকম মনে হয়নি৷ আমার মনে হয়েছিল এটা খুবই সুরক্ষিত৷ ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা আইপিএলে এবারও সেটা করা উচিত ছিল৷ তবে এর মধ্যে প্রচুর রাজনৈতিক জিনিস যুক্ত রয়েছে৷ ’’
‘‘ অবশ্যই এখানে আবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup) বছরের শেষে হওয়ার কথা৷ সেটা নিয়ে ক্রিকেট দুনিয়ায় নিশ্চিতভাবে সিদ্ধান্ত হবে৷ তবে ছ মাস এখনও অনেক দেরি৷ ’’
advertisement
জাম্পা এই বছরে ১.৫ কোটি টাকায় আরসিবিতে এসেছেন অবশ্য এখনও একটাও ম্যাচ খেলেননি৷ জাম্পা আরও বলেছেন, ‘‘এখানের কোভি়ড পরিস্থিতি খুবই খারাপ৷ আমি খেলছি না, কিন্তু ট্রেনিং চলছে৷ আমি কোনও মোটিভেশন পাচ্ছি না৷ বায়ো বাবলে থাকা খুবই ক্লান্তিকর৷ যখন প্লেন বন্ধের কথা শুনলাম তখন মনে করলাম দেশে ফিরে যাওয়াই যুক্তিপূর্ণ৷’’
জাম্পা আরও বলেছেন  এর জন্যে আর্থিক ক্ষতিও স্বীকার করতে হচ্ছে৷ মানসিক ও শারীরিক পরিস্থিতির ক্ষতি হতে দেওয়া সম্ভব নয়৷ সর্বোপরি সকলকে চমকে দিয়ে জাম্পা বলেছেন , ‘‘আপনার পরিবারের কেউ যখন মৃত্যু শয্যায় তখন আপনার মাথায় ক্রিকেট আসে না৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/IPL/
‘‘পরিবারের কেউ মৃত্যু শয্যায় থাকলে মাথায় ক্রিকেট আসে না’’ অজি সংবাদমাধ্যমে বিস্ফোরক জাম্পা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement