‘‘পরিবারের কেউ মৃত্যু শয্যায় থাকলে মাথায় ক্রিকেট আসে না’’ অজি সংবাদমাধ্যমে বিস্ফোরক জাম্পা

Last Updated:

জাম্পা আরও বলেছেন এর জন্যে আর্থিক ক্ষতিও স্বীকার করতে হচ্ছে৷ মানসিক ও শারীরিক পরিস্থিতির ক্ষতি হতে দেওয়া সম্ভব নয়৷

Adam Zampa returning home - Photo Courtesy- RCB/Twitter
Adam Zampa returning home - Photo Courtesy- RCB/Twitter
#মুম্বই : অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa) আইপিএল (IPL 2021) থেকে নাম তুলে নিয়েছেন৷  জাম্পা ও কেন রিচার্ডসন (Kane Richardson) যাঁরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলছিলেন৷ মঙ্গলবার দিনেই তাঁরা দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন৷ তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে বাড়ি ফিরে যান৷ এদিকে অ্যান্ড্রু টাই (Andrew Tye) রাজস্থান রয়্যালস থেকে পুরো টুর্নামেন্ট না খেলে বাড়ি ফিরে গেছেন৷
সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে জাম্পা বলেছেন, ভারতের বায়ো বাবল সবচেয়ে অসুরক্ষিত৷ আমার মতে এবারেও টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতেই হওয়া উচিত ছিল৷
জাম্পা আরও বলেছেন, ‘‘আমরা এই কিছুদিনে বেশ কিছু বায়োবাবলে কাটিয়েছি৷ আমার মনে হয় ভারতের বায়োবাবল সবচেয়ে দুর্বল৷ আমার মনে হয় এটা শুধুমাত্র ভারত বলেই সম্ভব৷ আমাদের সব সময় বলা হয় এখানকার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে৷ এখানে আসা মাত্রই বিশেষ যত্নশীল হতে বলা হয়৷ আমার মনে হয় এটা সবচেয়ে দুর্বল৷’’
advertisement
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘ছয় মাস আগে দুবাইতে আইপিএল হয়েছে সেখানে এরকম মনে হয়নি৷ আমার মনে হয়েছিল এটা খুবই সুরক্ষিত৷ ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা আইপিএলে এবারও সেটা করা উচিত ছিল৷ তবে এর মধ্যে প্রচুর রাজনৈতিক জিনিস যুক্ত রয়েছে৷ ’’
‘‘ অবশ্যই এখানে আবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup) বছরের শেষে হওয়ার কথা৷ সেটা নিয়ে ক্রিকেট দুনিয়ায় নিশ্চিতভাবে সিদ্ধান্ত হবে৷ তবে ছ মাস এখনও অনেক দেরি৷ ’’
advertisement
জাম্পা এই বছরে ১.৫ কোটি টাকায় আরসিবিতে এসেছেন অবশ্য এখনও একটাও ম্যাচ খেলেননি৷ জাম্পা আরও বলেছেন, ‘‘এখানের কোভি়ড পরিস্থিতি খুবই খারাপ৷ আমি খেলছি না, কিন্তু ট্রেনিং চলছে৷ আমি কোনও মোটিভেশন পাচ্ছি না৷ বায়ো বাবলে থাকা খুবই ক্লান্তিকর৷ যখন প্লেন বন্ধের কথা শুনলাম তখন মনে করলাম দেশে ফিরে যাওয়াই যুক্তিপূর্ণ৷’’
জাম্পা আরও বলেছেন  এর জন্যে আর্থিক ক্ষতিও স্বীকার করতে হচ্ছে৷ মানসিক ও শারীরিক পরিস্থিতির ক্ষতি হতে দেওয়া সম্ভব নয়৷ সর্বোপরি সকলকে চমকে দিয়ে জাম্পা বলেছেন , ‘‘আপনার পরিবারের কেউ যখন মৃত্যু শয্যায় তখন আপনার মাথায় ক্রিকেট আসে না৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/IPL/
‘‘পরিবারের কেউ মৃত্যু শয্যায় থাকলে মাথায় ক্রিকেট আসে না’’ অজি সংবাদমাধ্যমে বিস্ফোরক জাম্পা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement