Home /News /ipl /
'বাপ রে বাপ!' জাদেজার বিধ্বংসী ব্যাটিং দেখে প্রতিক্রিয়া ধোনি পত্নী সাক্ষীর

'বাপ রে বাপ!' জাদেজার বিধ্বংসী ব্যাটিং দেখে প্রতিক্রিয়া ধোনি পত্নী সাক্ষীর

কেকেআর-এর বিরুদ্ধে বিধ্বংসী জাদেজা৷ Photo-IPL/Twitter

কেকেআর-এর বিরুদ্ধে বিধ্বংসী জাদেজা৷ Photo-IPL/Twitter

একসময় খেলা প্রায় চেন্নাইয়ের হাতের বাইরে চলে গিয়েছিল৷ আরও একটি হারের অপেক্ষায় ছিল মহেন্দ্র সিং ধোনির দল৷ সেখান থেকেই কার্যত একার হাতে চেন্নাইকে জেতান জাদেজা৷

  • Last Updated :
  • Share this:

#দুবাই: নিজেরা টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও কলকাতার শেষ চারে যাওয়ার পথে কাঁটা বিছিয়ে দিল চেন্নাই সুপার কিংস৷ সৌজন্যে রবীন্দ্র জাদেজার ধুন্ধুমার ব্যাটিং৷ আর তা দেখেই সোশ্যাল মিডিয়ায় সাক্ষী সিং ধোনি লিখলেন, 'বাপ রে বাপ'!

বৃহস্পতিবার চেন্নাইয়ের সামনে ১৭৩ রানের টার্গেট দিয়েছিল কলকাতা৷ একসময় খেলা প্রায় চেন্নাইয়ের হাতের বাইরে চলে গিয়েছিল৷ আরও একটি হারের অপেক্ষায় ছিল মহেন্দ্র সিং ধোনির দল৷ সেখান থেকেই কার্যত একার হাতে চেন্নাইকে জেতান জাদেজা৷ শেষ দু' ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল চেন্নাইয়ের৷ কিন্তু স্যাম কারেনকে সঙ্গে নিয়ে চেন্নাইকে জয় এনে দেন জাদেজা৷ ১১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি৷

শেষ ২ বলে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান৷ রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে কলকাতার জয়ে আশা বাড়িয়েছিলেন তরুণ কমলেশ নাগারকোটি৷ কিন্তু শেষ দুই বলে দু'টি ছয় মেরে কলকাতার জয়ের আশায় জল ঢেলে দেন জাদেজা৷ আর বাঁহাতি ব্যাটসম্যানের এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখেই ধোনির স্ত্রী সাক্ষী ইনস্টাগ্রামে লেখেন, 'বাপ রে বাপ!'

বৃহস্পতিবার চেন্নাইয়ের জয়ে কলকাতার শেষ চারে যাওয়ার রাস্তা যেমন কঠিন হয়ে গেল, সেরকমই মুম্বইয়ের প্লে অফে যাওয়া নিশ্চিত হয়ে গেল৷ কলকাতার শেষ চারে যাওয়ার সম্ভাবনা এখন অনেক যদি, কিন্তুর উপরে নির্ভরশীল৷ নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে ফেলেছে শাহরুখ খানের দল৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: CSK vs KKR, IPL 2020, Ravindra Jadeja, Sakshi Singh Dhoni