MI vs CSK : টস জিতে বোলিং করবে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স

Last Updated:

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। আর চেন্নাই জিতেছে তিনবার। শেষ ম্যাচে উভয় দলই জয় পেয়েছে।

দিল্লিতে আজ রোহিত বনাম ধোনি
দিল্লিতে আজ রোহিত বনাম ধোনি
#নয়াদিল্লি:  ভারতের রাজধানী দিল্লি এখন কার্যত মৃত্যুপুরী। মানুষের কান্নার রোল আকাশ বাতাসে ছড়িয়ে। শ্মশানে জায়গা নেই, অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটছে রোজ। অসহায় দেশের অসহায় সময়ের ভেতর আজ দেশের রাজধানীতে মুখোমুখি আইপিএল ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক দুই দল।মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস। আইপিএল সাম্রাজ্যে সবসময়ই চিহ্নিত হয়েছে দুই সেরার লড়াই হিসেবে। শনিবারও রাজধানীতে টুর্নামেন্টের সফলতম দু’দলের সাক্ষাৎ ঘিরে থাকছে বাড়তি আগ্রহ। দিল্লি দখল করবে কারা? রোহিত না মহেন্দ্র সিং ধোনি? নীল না হলুদ? লড়াই খুব কঠিন।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। আর চেন্নাই জিতেছে তিনবার। শেষ ম্যাচে উভয় দলই জয় পেয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। আর চেন্নাই সুপার কিংস জিতেছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ফলে দুই শিবিরেই আত্মবিশ্বাসের ছোঁয়া। দুই দলের ওপেনাররাই দুরন্ত ছন্দে রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা ও কুইন্টন ডি’ককের ওপেনিং জুটি মুম্বইয়ের বড় ভরসা।
advertisement
অন্যদিকে, ফাফ ডু’প্লেসি ও রুতুরাজ গায়কোয়াড় চেন্নাইয়ের ব্যাটিংকে শুরুতে নির্ভরতা দিচ্ছেন। পয়েন্ট তালিকায় অবশ্য এগিয়ে সিএসকে। ধোনির দল ছয় ম্যাচে জিতেছে পাঁচটিতে। ১০ পয়েন্ট নিয়ে তারাই রয়েছে শীর্ষে। আর মুম্বই ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটিতে। ছয় পয়েন্ট পেয়ে তারা রয়েছে চারে। এবারের আইপিএলে রোহিত (২১৫ রান), সূর্যকুমার যাদব (১৭০ রান), ডি’কক (১১৭ রান), কিয়েরন পোলার্ডরা (৮১ রান) ব্যাটিংয়ে টানছেন মুম্বইকে। শনিবারও তাঁদের দিকেই তাকিয়ে থাকবে শিবির।
advertisement
advertisement
একই সঙ্গে থাকবে হার্দিক পান্ডিয়ার ব্যাটে ঝড়ের আশা। বোলিংয়ে মুম্বইয়ের দুই পেসার যশপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছেন। লেগস্পিনার রাহুল চাহার এরমধ্যেই নিয়ে ফেলেছেন ১১টি উইকেট। স্পিন বিভাগে তাঁর দুই সঙ্গী ক্রুনাল পান্ডিয়া ও অফস্পিনার জয়ন্ত যাদব অবশ্য খুব একটা ভালো ফর্মে নেই। তাই জয়ন্তকে বসিয়ে দলে ফেরানো হতে পারে পেসার কুল্টার-নাইলকে। সুপার কিংসের ব্যাটিংয়ে ডু’প্লেসি (২৭০ রান), রুতুরাজ (১৯২ রান) ছাড়াও মিডল অর্ডারে ছন্দে আছেন মঈন আলি (১৪৮ রান), সুরেশ রায়না (১২১ রান), রবীন্দ্র জাদেজা (১০৯ রান)।
advertisement
তবে ধোনি এখনও পর্যন্ত করেছেন মাত্র ৩৭ রান। অতীতের ছায়া দেখাচ্ছে তাঁকে। দীপক চাহার, স্যাম কারান, শার্দূল ঠাকুররা রয়েছেন চেন্নাইয়ের পেস বোলিংয়ের দায়িত্বে। অলরাউন্ডার জাদেজা ও মঈন রয়েছেন স্পিন বিভাগে। ছন্দেও আছেন দু’জনে। দুই হেভিওয়েট দলের টক্কর কী হবে বলা মুশকিল। তবে একটা গ্যারান্টি দেওয়া যায়। চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আইপিএলের এল ক্লাসিকো নানা রঙ নিয়ে উপস্থিত। সুতরাং, এন্টারটেনমেন্ট গ্যারান্টেড।
advertisement
সিএসকে - ঋতুরাজ, ডু প্লেসি, মঈন, রায়না, রায়াডু, ধোনি, জাদেজা, কারান, শার্দুল, দীপক, লুঙ্গি
মুম্বই ইন্ডিয়ান্স - ডি কক, রোহিত, সূর্যকুমার, ক্রুনাল, পোলার্ড, হার্দিক,নিশাম, রহুল চাহার, কুলকার্নি, বুমরা, বোল্ট
view comments
বাংলা খবর/ খবর/IPL/
MI vs CSK : টস জিতে বোলিং করবে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement