IPL 2021: KKR vs DC: পৃথ্বী শো হা করে দেখলেন কামিন্সরা, ম্যাচ নিয়ে গেল দিল্লি

Last Updated:

৪১ বলে ৮২ করলেন পৃথ্বী।

#নয়াদিল্লি: গত ম্যাচে পঞ্জবের বিরুদ্ধে মাত্র ১২৪ রান তাড়া করতে হয়েছিল কেকেআরকে। কিন্তু তাতেও নাইটদের টপ-অর্ডার ফ্লপ। ১৭ রানে তিন উইকেট হারিয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছিল কেকেআরের ব্যাটিং। এর পর কেকেআরের অধিনায়ক ইয়ন মরগ্যান হাল ধরেন। চার ম্যাচের হারের পর কেকেআরকে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখান তিনিই। কেকেআরে এখন সব থেকে বেশি চিন্তা শুভমান গিলকে নিয়ে। এখনও পর্যন্ত কেকেআর ওপেনারের রান যথাক্রমে ১৫, ৩৩, ২১, ০, ১১, ৯। এমন পরিস্থিতিতে আজ কেকেআর গিলকে মিডল অর্ডারে পাঠিয়ে সুনীল নারিন ও রাহুল ত্রিপাঠিকে দিয়ে ওপেন করালে কি ভুল হবে! ইতিমধ্যে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওয়াস্কার কিন্তু কেকেআরকে এমনটা করার পরামর্শ দিয়ে রেখেছেন।
দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন দুর্দান্ত। ফলে আজ কেকেআরের ফর্মে না থাকা ব্যাটিং লাইন আরও একবার চ্যালেঞ্জের মুখে পড়বে। ব্যাটিং লাইনের বিচার করলেও দিল্লি কিন্তু কলকাতার থেকে অনেকটাই এগিয়ে। শিখর ধাওয়ান ২৬৫ রান করেছেন এখনও পর্যন্ত আইপিএলে। পৃথ্বী শ, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ যে কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। গত ম্যাচে অবশ্য আরসিবির কাছে হেরেছে দিল্লি। আরসিবি ওই ম্যাচে ১৭২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল দিল্লির সামনে। ওই ম্যাচে ৯২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল। এর পর সিমরন হেটমায়ার ও ঋষভ পন্থ হাফ সেঞ্চুরি করে দলকে টানেন। কিন্তু শেষ পর্যন্ত দিল্লি ম্যাচটা হারে। কলকাতার অবশ্য এবার আন্দ্রে রাসেলকে নিয়েও চিন্তার শেষ নেই। তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে ২২ বলে ৫৪ করেছিলেন। তবে এছাড়া তাঁর এবার তেমন পারফরম্যান্স নেই। ইশান্ত শর্মা, কাগিসো রাবাডা, আবেশ খান, অমিত মিশ্রার মতো বোলাররা রয়েছেন দিল্লিতে। ফলে কেকেআরের আজ বড়সড় চ্যালেঞ্জ সামলাতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: KKR vs DC: পৃথ্বী শো হা করে দেখলেন কামিন্সরা, ম্যাচ নিয়ে গেল দিল্লি
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement