Csk vs Kkr: ৩১/৫ থেকে ২০৩ কেকেআর! রাসেল-কামিন্সের দুরন্ত ব্যাটিংয়ে রেকর্ডের বন্যা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
একের পর এক রেকর্ড রাসেল-কামিন্সের।
৩২ রানে পাঁচ উইকেট। সেখান থেকে ২০৩। প্রথম থেকে যেভাবে উইকেট পড়ছিল তাতে কেকেআরের ১০০ রানের গণ্ডি পেরনো নিয়েও সংশয় দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত চেন্নাইয়ের কাছে ১৮ রানে ম্যাচ হারল কলকাতা।
পাঁচটি ছক্কা ও তিনটি বাউন্ডারিতে সাজানো ছিল কামিন্সের ইনিংস। আইপিএলে দ্রুততম হাফ-সেঞ্চুরি করেছিলেন রাজস্থান রয়্যালসের দীপক হুডা। ২০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি।advertisement
রাসেল, কামিন্সের ঝড় সহ্য করে নিল ধোনির চেন্নাই। হারা ম্যাচে জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল কলকাতা। স্যাম কুরানের অসাধারণ ডেলিভারিতে রাসেল আউট না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।advertisement
advertisement
রাসেল এদিন আইপিএলের দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি করলেন। তিনটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তাঁর ৫৪ রানের ইনিংসে। আর বোলার কামিন্স, যাঁকে ১৫ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর, তিনি ব্যাটসম্যান হয়ে গেলেন।advertisement
প্যাট কামিন্স এদিন আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির মালিক হলেন। ২৩ বল খেলে হাফ-সেঞ্চুরি করলেন কামিন্স।Location :
First Published :
April 22, 2021 12:24 AM IST

