হোম /খবর /খেলা /
IPL 2021: তরুণ নীতিশ রাণা ও রাহুল ত্রিপাঠী-র ব্যাট সফল,স্বপ্ন দেখতেই পারে কেকেআর

IPL 2021: তরুণ নীতিশ রাণা ও রাহুল ত্রিপাঠী-র ব্যাট সফল, স্বপ্ন দেখতেই পারে কেকেআর

KKR vs SRH Nitish Rana and Rahul Tripathi scores half century KKR post modest total

KKR vs SRH Nitish Rana and Rahul Tripathi scores half century KKR post modest total

মরশুমের প্রথম ম্যাচে পাওনা তরুণ প্রতিভাদের সাবলীল ব্যাটিং৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই : প্রথম ম্যাচ ছিল নিজেদের প্রমাণ করার ৷ আর নিজেদের দায়িত্ব একেবারে দারুণ ভাবে পালন করলেন নীতিশ রাণা ও রাহুল ত্রিপাঠী৷  নীতিশ  বেগুনি জার্সিতে প্রথম একাদশে কার্যত নিশ্চিত কিন্তু ত্রিপাঠীর প্রথম একাদশে বার্থ নিশ্চিত নয়৷ ফলে চেন্নাইয়ের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সুযোগ কাজে লাগালেন দুই তরুণ ক্রিকেটারই ৷

এদিন প্রথম থেকেই নীতিশ রাণা চালিয়ে খেলতে শুরু করেছিলেন৷ অন্য ওপেনার শুভমান গিল আশা জাগিয়েও স্কোর করতে পারেননি তবে নীতিশ রাণা (Nitish Rana) ৫৬  বলে ৮০ করেন , রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)  করেন ২৯ বলে ৫৩ রান৷ যদিও এদিন ভারতীয় দলের পিনআপ বয় শুভমান গিল আশা জাগিয়েও বড় স্কোর করতে পারেননি৷ অন্যদিকে আন্দ্রে রাসেল (Andre Russell) মাত্র ৫ রানে আউট হয়ে যান৷ এক সময়ে যখন ঝড়ের গতিতে রান উঠছিল তখন মহম্মদ নবী পরপর দু ওভারে দুটি উইকেট নিয়ে একটা ধাক্কা দেন৷ তিনি রাসেল ও ইয়ন মর্গ্যানকে তুলে নেন৷ শেষ বেলায় দীনেশ কার্তিকের (Dinesh Karthik)  ব্যাট একেবারে ফুলঝুরি ঝরালো৷  শেষ বলে আউট শাকিব আল হাসান( Shakib Al Hasan)৷

নীতিশ রাণা আউট হলেন ৫৬ বলে ৮০ রান করে৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷

২৯ বলে ৫৩ রান করেন রাহুল ত্রিপাঠী ৷ তাঁর ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ দুই তরুণের যুগলবন্দীতে শুরুটা মন্দ হল না কেকেআর ব্যাটিংয়ের৷

Published by:Debalina Datta
First published:

Tags: IPL 2021