IPL 2021: MI vs DC: টস জিতলেন রোহিত, প্রথমে ব্যাটিং করবে মুম্বই

Last Updated:

দুই দলেই বোলিং লাইন ভাল। আসলে এবার আইপিএলে বোলারদের পাল্লা ভারি।

#চেন্নাই: আইপিএলের সব থেকে সফল দল। পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়া তো আর মুখের কথা নয়। পাঁচবারের চ্যাম্পিয়ন তাঁরা কেন সেটা চলতি আইপিএলেও বারবার বুঝিয়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ১৩ নম্বর ম্যাচ খেলতে নামছে দিল্লি-মুম্বই। দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals)-র বিরুদ্ধে রোহিত এন্ড কোং আজ পূর্ণশক্তি নিয়েই ঝাঁপাচ্ছে৷ চলতি আইপিএলে দু‘টি দলই নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে৷ মুম্বই ও দিল্লি এখনও অবধি একটি করে ম্যাচ হেরেছে। জিতেছে দুটি করে ম্যাচ৷ তবে রান রেট-এর হিসাবে মুম্বইয়ের থেকে দিল্লি কিছুটা ভাল জায়গায়।
আইপিএল পয়েন্ট টেবলের তিনে রয়েছে ঋষভ পন্থের দল৷ আর সেটা মুম্বইয়ের থেকে দিল্লির রান রেট ভাল বলেই হয়েছে। দিল্লি ও মুম্বই গতবারের ফাইনালিস্ট। ফলে আজ যে লড়াই জমবে তা আর বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত চলতি আইপিএলে তিনটি ম্যাচই চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে খেলে ফেলেছে মুম্বই। এবার চিপকের উইকেট নিয়ে কথা উঠছে। কারণ এই উইকেটে এবার বড় রানের তেমন দেখা নেই। মাত্র দুটি ম্যাচে ২০০ রান পার হয়েছে। এমনকী স্লো উইকেটে স্ট্রোক প্লে করতেও অসুবিধা হচ্ছে ব্যাটসম্যানদের। সব থেকে বড় ব্যাপার, এই উইকেটে দিল্লি এখনও কোনও ম্যাচ খেলেনি। আজই প্রথম মুম্বইয়ের বিরুদ্ধে স্লো ট্র্যাকে ব্যাটিং করতে নামবেন শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ঋষভ পন্থরা। ফলে আজ তাঁদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
advertisement
দুই দলেই বোলিং লাইন ভাল। আসলে এবার আইপিএলে বোলারদের পাল্লা ভারি। অন্যবার এমনটা হয় না। আইপিএলের বড় ইনিংস খেলেন ব্যাটসম্যানরা। কিন্তু এবার চিপকের উইকেটে বোলারদের দাপট দেখা যাচ্ছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: MI vs DC: টস জিতলেন রোহিত, প্রথমে ব্যাটিং করবে মুম্বই
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement