IPL 2021: চিপকের উইকেটে রানের খরা, কোনওরকমে ১৫০ তুলল মুম্বই ইন্ডিয়ান্স

Last Updated:

এবারের আইপিএল যেন বোলারদের পক্ষেই যাচ্ছে। সৌজন্যে চেন্নাইয়ের উইকেট।

#মুম্বই: আইপিএল মানেই রানের ফোয়ারা। রান না হলে আবার কীসের মনোরঞ্জন! অনেকেই বলেন, আইপিএল ব্যাটসম্যানদের টুর্নামেন্ট। টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমনিতেই বোলারদের কাজটা অনেক বেশি কঠিন। ক্রিকেটের ছোট ফরম্যাটে উইকেট তোলার সঙ্গে রান আটকানোর কাজটাও সামলাতে হয় বোলারদের। ফলে কাজটা আরও বেশি কঠিন হয়ে পড়ে। তবে এবারের আইপিএল যেন বোলারদের পক্ষেই যাচ্ছে। সৌজন্যে চেন্নাইয়ের উইকেট। বড় রান সেভাবে হচ্ছে না। ফলে মনোরঞ্জনের যেন এবার একটু অভাব রয়েছে।
করোনার জন্য এবার ছটি শহরে হবে আইপিএলের সব ম্যাচ। টুর্নামেন্ট শুরুর দিকে চেন্নাইতে চলছে ম্যাচ। চিপকের উইকেট এমনিতেই স্পিন-সহায়ক বলে শোনা যায়। এই উইকেটে স্পিনারদের অ্যাডভান্টেজ থাকে। কথাটা যে সত্যি সেটা আইপিএল শুরুর পর থেকেই বোঝা যাচ্ছে। চিপকের উইকেটে স্ট্রোক প্লে করা কঠিন হয়ে পড়ছে। ফলে টাইমিংএ একটু এদিক-ওদিক হলেই সোজা ক্যাচ। যেমনটা এদিন হল রোহিত শর্মার সঙ্গে। ভালই শুরু করেছিলেন রোহিত। কিন্তু বিজয় শংকরের বল পড়ে ব্যাটে আসতে সময় নিল। ডিপ-এ ক্যাচ দিলেন রোহিত শর্মা। সূর্য কুমার যাদব ফর্মে রয়েছেন। তবে তাঁর ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই ঘটল। বিজয় শংকরের স্লো ডেলিভারি বুঝতে পারলেন না সূর্য। কট অ্যান্ড বোল্ড হলেন। কুইন্টন ডি ককও ডিপ-এ ক্যাচ দিয়ে ফিরলেন। তিনি করলেন ৪০। রোহিত ৩২। ২২ বলে ৩৫ রান করলেন কায়রন পোলার্ড। তিনি এমন ইনিংস না খেললে হয়তো ১৫০ রানও তুলতে পারত না মুম্বই। ঈষাণ কিষণের নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল। তবে তিনি মাত্র ১২ রান করেই আউট হলেন।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: চিপকের উইকেটে রানের খরা, কোনওরকমে ১৫০ তুলল মুম্বই ইন্ডিয়ান্স
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement