কখনও এক হাতে, কখনও দু‘হাতে, রোহিতের ছক্কায় মজে মহিলারা, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
গালর্স গ্যাং একেবারে গেলেন চমকে৷
#চেন্নাই: রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাট হাতে উন্মাদনা তৈরি করে দিলেন আইপিএল মাঠে৷ দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আইপিএল নিয়েও কি ক্রিকেট ভক্তদের উন্মাদনা কিছুটা থিতিয়ে পড়েছে! তবে এমন উদ্বেগজনক পরিস্থিতিতেও ক্রিকেটই এখন মনোরঞ্জনের আধার হয়ে উঠেছে কিছু মানুষের কাছে। ক্রিকেটই যেন এত অন্ধকারের মাঝে একটু আলোর খোঁজ দিচ্ছে।
স্টেডিয়াম ফাঁকা হলেও অন্তত টিভির পর্দায় কয়েক কোটি চোখ থাকছে। তবে এবারের আইপিএল আরও এক দিক থেকে আলাদা। এবার বড় রান হচ্ছে কম। আইপিএল আর ব্যাটসম্যানদের টুর্নামেন্ট নেই। এখন বোলারদের দাপাদাপি রয়েছে সমান তালে। চিপকের উইকেট আর চেন্নাইয়ের শিশির, এই দুই সমস্যায় আপাতত জেরবার প্রায় সব দল। এদিন চেন্নাইয়ের উইকেটে প্রথমবার খেলতে নেমেছিল দিল্লি। মুম্বই অবশ্য এই উইকেটে তিনটি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে। ফলে এই উইকেট যে স্লো এবং অপ্রত্যাশিত আচরণ করতে পারে, তার একটা আন্দাজ মুম্বইয়ের ব্যাটসম্যানদের ছিল। তবুও টসে জিতে আহামরি কিছু ফায়দা তুলতে পারলেন না রোহিত শর্মার দলের ব্যাটসম্যানরা। তাঁর দল প্রথমে ব্যাট করে তুলল মাত্র ১৩৭ রান।
advertisement
এদিকে এদিনের ম্যাচে মুম্বই হারলেও রোহিতের ব্যাট ছিল ঝকঝকে৷ তিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন৷ তিনি ৩০ বলে ৩ টি চার ও ৩ টি ছক্কা মারেন৷ এদিনের তাঁর সবচেয়ে বড় ছক্কাটি ৯৫ মিটারের৷ কাগাসিও রাবাদার বলে এই ছক্কা দেখে মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা ব্রিগেড একেবারে চমকে যায়৷
advertisement
তাঁর ছয়ের ভিডিও ভাইরাল হয়েছিল৷ এছাড়াও রোহিত অশ্বিনের একটি বলে এক হাতে ছক্কা মারেন তিনি৷ সে সময় মুম্বই গ্যালারিতে ছিলেন তাঁর স্ত্রী রিতিকা, হার্দিকের স্ত্রী নাতাশা৷
view commentsLocation :
First Published :
April 21, 2021 1:30 PM IST

