IPL 2021: পঞ্জাবকে নিয়ে সতর্ক রোহিতের মুম্বই

Last Updated:

দুই দলের ওজনে অনেক এগিয়ে মুম্বই। কিন্তু রোহিত শর্মা রাহুলদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন

জয়ের রাস্তায় ফিরতে মরিয়া মুম্বই
জয়ের রাস্তায় ফিরতে মরিয়া মুম্বই
তুলনামূলকভাবে বোলিং বিভাগে লেগস্পিনার রাহুল চাহার এবং নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ধারাবাহিক পারফর্ম করছেন। বুমরা এখনও নিজের সেরা ছন্দে আসতে পারেননি। হার্দিককে বোলার হিসেবে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। ক্রুনাল পান্ডিয়া ধারাবাহিকতা দেখাতে পারছেন না। সব মিলিয়ে নিজেদের সেরা জায়গায় আসতে পারেনি মুম্বই। অন্যদিকে শেষ তিনটি ম্যাচে হেরে খারাপ অবস্থা পঞ্জাব কিংস দলের। প্রথম দুটি ম্যাচে অধিনায়ক রাহুল রান পেলেও তারপর ধারাবাহিকতার অভাবে ভুগছেন। একই অবস্থা আগারওয়ালের।
advertisement
ক্রিস গেইল প্রথম ম্যাচে ৪০ করলেও তারপর ব্যর্থ। পুরান পুরো ফ্লপ। তরুণ শাহরুখ খান কিছুটা লড়াই করছেন। সম্ভবত মুম্বই ম্যাচে পঞ্জাব খেলাতে পারে ইংল্যান্ডের ডাউইড মালানকে। টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তিনি। লেগস্পিনার মুরুগান অশ্বিনের জায়গায় আনা হতে পারে রবি বিষ্ণইকে। রাতের ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিচ্ছে। পরে যে দল বল করছে তাঁদের কাজটা কঠিন হয়ে যাচ্ছে। পঞ্জাবের বোলাররা শেষ ম্যাচে সানরাইজার্স দলের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ।
advertisement
advertisement
শামি চেষ্টা করছেন নিজের সেরাটা দিতে। এই ম্যাচে ইংল্যান্ডের ক্রিস জর্ডনকে ফেরানো হতে পারে। দুই দলের ওজনে অনেক এগিয়ে মুম্বই। কিন্তু রোহিত শর্মা রাহুলদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। পাশাপাশি রাহুল মরিয়া পরপর তিন ম্যাচ হারের পর একটা জয় তুলে নিতে। চেন্নাইয়ের মাঠে দুটো দলের কাছেই এটাই শেষ ম্যাচ। চেন্নাই পর্ব শেষ করার আগে কোন দল হাসিমুখে মাঠ ছাড়ে সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: পঞ্জাবকে নিয়ে সতর্ক রোহিতের মুম্বই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement