• associate partner
corona virus btn
corona virus btn
Loading

স্টাম্প ভেঙে দু' টুকরো! নেটে আগুন ঝরালেন মুম্বইয়ের তারকা পেসার

স্টাম্প ভেঙে দু' টুকরো! নেটে আগুন ঝরালেন মুম্বইয়ের তারকা পেসার
উইকেট ভেঙে দু' টুকরো৷ Photo-Twitter/Mumbai Indians

গত বছর পর্যন্ত দিল্লি ক্যাপিটালস-এর হয়ে খেলতেন ট্রেন্ট বোল্ট৷ গত বছরের নিলামে তাঁকে কিনে নেয় মুম্বই৷

  • Share this:

#আবু ধাবি: আইপিএল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই৷ আপাতত নেটেই নিজেদের দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন আটটি দলের ক্রিকেটাররা৷ ১৯ সেপ্টেম্বর আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংগস৷ তবে এবারের আইপিএল-এ যে তিনি ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন, তার ইঙ্গিত দিয়ে রাখলেন মুম্বইয়ের তারকা পেসার ট্রেন্ট বোল্ট৷ বোল্টের আগুনে গতিতে ভেঙে দু' টুকরো হয়ে গেল স্টাম্প! দলের তরফে সেই ছবি এবং ভিডিও ট্যুইট করা হয়েছে৷

গত বছর পর্যন্ত দিল্লি ক্যাপিটালস-এর হয়ে খেলতেন ট্রেন্ট বোল্ট৷ গত বছরের নিলামে তাঁকে কিনে নেয় মুম্বই৷ দিল্লির হয়েও আইপিএল-এ যথেষ্ট সফল ছিলেন বোল্ট৷ নিয়মিত উইকেট তুলে নেওয়া তো বটেই, বাউন্ডারি লাইনে এক হাতে তাঁর দুরন্ত ক্যাচও ক্রিকেট ভক্তদের অনেক দিন মনে থাকবে৷

মু্ম্বইয়ের ট্যুইট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, কোচ মাহেলা জয়বর্ধনের নজরদারিতে বোলিং অনুশীলন করছেন বোল্ট৷ যদিও কোনও ব্যাটসম্যানকে নয়, তিনটি উইকেট লক্ষ্য করেই বল করছিলেন বোল্ট৷ তখনই তাঁর একটি দুরন্ত গতির বল মিডল স্টাম্প ছিটকে দেয়৷ হাসতে হাসতে গিয়ে কোচ জয়বর্ধনে দেখেন সেটি ভেঙে দু' টুকরো হয়ে গিয়েছে৷

এ বছর আইপিএল-এ খেলছেন না মুম্বইয়ের বড় ভরসা এবং আইপিএল-এর ইতিহাসে সবথেকে সফল বোলার লাসিথ মালিঙ্গা৷ কিন্তু এবারের আইপিএল থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন৷ তবে মুম্বইয়ের হাতে রয়েছে জসপ্রীত বুমরার মতো অস্ত্র৷ তার সঙ্গে যোগ দিয়েছেন ট্রেন্ট বোল্ট৷ ফলে মালিঙ্গা না থাকলেও বুমরা- বোল্ট জুটি বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাসের কারণ হয়ে উঠতে পারেন৷ এ ছাড়াও মুম্বই দলে রয়েছেন মিচেল ম্যাকক্লেনাঘানের মতো পেসার৷

Published by: Debamoy Ghosh
First published: September 13, 2020, 12:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर