• Home
 • »
 • News
 • »
 • ipl
 • »
 • MS DHONI PARENTS ARE STABLE NOW IN RANCHI HOSPITAL SMJ

Corona-য় আক্রান্ত ধোনির বাবা-মা এখন কেমন আছেন? জানালেন চেন্নাইয়ের কোচ

চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, ধোনির মা-বাবার যে কোনো প্রয়োজনে তাদের ফ্র্যাঞ্চাইজি পাশে থাকবে।

চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, ধোনির মা-বাবার যে কোনো প্রয়োজনে তাদের ফ্র্যাঞ্চাইজি পাশে থাকবে।

 • Share this:

  #রাঁচি: করোনভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির মা-বাবা। এখন কেমন আছেন তাঁরা! ছেলে আইপিএলে ব্যস্ত। তবে ধোনির মা-বাবার চিকিৎসায় কোনও খামতি রাখা হবে না, এমনটা আগেই জানিয়ে দিয়েছিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, ধোনির মা-বাবার যে কোনো প্রয়োজনে তাদের ফ্র্যাঞ্চাইজি পাশে থাকবে। কোভিড টেস্টে পজিটিভ হওয়ার পর ধোনির মা-বাবাকে রাঁচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স- এর বিরুদ্ধে চেন্নাই জেতার পর ফ্লেমিং জানান, এখন ধোনির বাবা-মা আগের থেকে ভাল আছেন।

  ফ্লেমিং এদিন বলেছেন, ম্যানেজমেন্ট গোটা ব্যাপারটাই নজর রেখেছে। ধোনি ও তাঁর পরিবারের প্রতিটি সদস্যকে যে কোনওরকম সহায়তার জন্য পরিকল্পনা করে রেখেছে আমাদের ফ্র্যাঞ্চাইজি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবু আমরা আগামী কয়েকদিন সবরকম খোঁজ খবর রাখব।

  বুধবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মা দেবকী দেবী ও বাবা পান সিং ধোনি করোন টেস্টে পজিটিভ হন। প্রায় সঙ্গে সঙ্গেই দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধোনির মা-বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁদের রক্তে অক্সিজেনের স্তর ঠিকঠাক রয়েছে। সংক্রমণ ফুসফুসে ছড়ায়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আগামী কয়েকদিনের মধ্যে তাঁদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।

  ধোনির চেন্নাই এবার আইপিএলে আগের মতোই দুরন্ত ফর্মে রয়েছে। তিন ম্যাচ জিতেছে চেন্নাই। তবে ধোনি এখনও বড় রান করতে পারেননি। কলকাতার বিরুদ্ধে বৃহস্পতিবার ধোনির চেন্নাই ১৮ রানে জিতেছে।

  এই জয় ধোনির দলকে প্লে-অফের দিকে আরও কিছুটা এগিয়ে দিল।
  First published: