MI vs SRH: একা লড়লেন ওয়ার্নার, মুম্বইয়ের কাছে ৩৪ রানে হারল হায়দরাবাদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদের সামনে ২০৯ রানের টার্গেট রেখেছিল মুম্বই৷
#শারজা: আবারও হারের মুখ দেখতে হল সানরাইজার্স হায়দরাবাদকে৷ মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৩৪ রানে হারল ডেভিড ওয়ার্নারের দল৷ মুম্বইয়ের দেওয়া ২০৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে হায়দরাবাদ৷এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটের নিরিখে পয়েন্ট টেবিলের শীর্ষ পৌঁছে গেল মুম্বই৷
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারকে শুরুতে কিছুটা নড়বড়ে লাগলেও উল্টোদিকে দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন জনি বেয়ারস্টো। কিন্তু ১৫ বলে ২৫ রান করে ট্রেন্ট বোল্টের বলে ফিরে যান তিনি। যদিও তিনি ফিরে গেলেও মণীশ পাণ্ডেকে সঙ্গে নিয়ে হায়দরাবাদ ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷
advertisement
ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ গড়ার পর ব্যক্তিগত ৩০ রানের মাথায় ফিরে যানে পাণ্ডে৷ তার পরই ধস নামে হায়দরাবাদ ইনিংসে৷ দ্রুত ফিরে যান কেন উইলিয়ামসন এবং প্রিয়ম গর্গ৷ কিন্তু প্যাটিনসনের বলে ঈষাণ কিষানের হাতে ডেভিড ওয়ার্নার ধরা পড়তেই হায়দরাবাদের সব আশা কার্যত শেষ হয়ে যায়৷
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷ মুম্বই অধিনায়ক নিজে বড় রান না পেলেও প্রথমে ব্যাট করে হায়দরাবাদের বিরুদ্ধে বড় রান করে মুম্বই৷ নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদের সামনে ২০৯ রানের টার্গেট রেখেছিল মুম্বই৷
Location :
First Published :
October 04, 2020 7:28 PM IST