MI vs SRH: ঋদ্ধির ব্যাটেই স্বপ্নভঙ্গ কলকাতার! প্লে অফে হায়দরাবাদ, ছিটকে গেল KKR

Last Updated:

এই ম্যাচে জয়ের ফলে কলকাতার মতো হায়দরাবাদও ১৪ পয়েন্টে পৌঁছে গেল৷ কিন্তু রান রেট ভাল হওয়ায় প্লে অফে গেল তারা৷ ছিটকে গেল কলকাতা৷

#শারজাহ: অঙ্কটা সহজ ছিল৷ হায়দরাবাদ মুম্বইকে হারালেই বিদায় নেবে কলকাতা৷ অইন মর্গ্যানের দলের যাবতীয় আশায় জল ঢেলে সেটাই করে দেখাল ডেভিড ওয়ার্নারের দল৷ বলা ভাল বাংলার ছেলে ঋদ্ধিমানের ব্যাটেই শেষ হয়ে গেল কলকাতার আশা৷ এ দিনও ওপেন করতে নেমে ৪৫ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেললেন ঋদ্ধি৷ মাত্র ৩৪ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি৷ অধিনায়কোচিত ইনিংস খেলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নারও৷ তাঁর এবং ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৮৫ ইনিংসের সৌজন্যে সহজেই মুম্বইয়ের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য কোনও ইকেট না হারিয়েই টপকে গেল হায়দরাবাদ৷ চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল তারা৷ তবে মুম্বইকে দেড়শোর কমে বেঁধে রেখে হায়দরাবাদের ব্যাটসম্যানদের কাজটাও সহজ করে দিয়েছিলেন তাদের বোলাররা৷
এই ম্যাচে জয়ের ফলে কলকাতার মতো হায়দরাবাদও ১৪ পয়েন্টে পৌঁছে গেল৷ কিন্তু রান রেট ভাল হওয়ায় প্লে অফে গেল তারা৷ ছিটকে গেল কলকাতা৷ হায়দরাবাদ, মুম্বই ছাড়াও প্লে অফের বাকি দুই দল দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷
লিগ টেবলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করে ফেলায় এ দিন প্রত্যাশিত ভাবেই পূর্ণশক্তির দল নামায়নি মুম্বই৷ বিশ্রাম দেওয়া হয় দলের দুই প্রধান বোলার যশপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্টকে৷ পাশাপাশি হার্দিক পান্ডিয়াকেও খেলায়নি মুম্বই৷ আর সেই সুযোগটাই যেন পুরোদমে নিল ডেভিড ওয়ার্নারের দল৷ টসে জিতে ফিল্ডিং নিয়েছিল হায়দরাবাদ৷ শুরুতেই রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে মুম্বইকে ধাক্কা দেন সন্দীপ শর্মা৷ নিজের চার ওভারে মাত্র ৩৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন এই পেসার৷ রোহিত ফেরার পর মুম্বইয়ের ইনিংস গড়ার কাজ শুরু করেছিলেন সূর্যকুমার যাদব এবং কুইন্টন ডি কক৷ কিন্তু প্রথমে ডি কক এবং তার পরে সূর্যকুমার ফিরতেই যেন মুম্বইয়ের ইনিংসে ধস নামে৷ ব্যাটিংয়ের মতোই উইকেটের পিছনেও জ্বলে ওঠেন ঋদ্ধি৷ দুরন্ত স্টাম্পিংয়ে ফিরিয়ে দেন ফর্মে থাকা সূর্যকুমারকে৷ পর পর উইকেট হারানোয় থমকে যায় রান ওঠার গতি৷ আঁটোসাঁটো বোলিং করতে শুরু করেন রশিদ খান, জেসন হোল্ডার, শাহবাজ নাদিমরা৷ শেষ দিকে কায়রন পোলার্ডের ২৫ বলে ৪১ রানের সৌজন্যে তবু ১৪৯-এ পৌঁছয় রোহিত শর্মার দল৷
advertisement
advertisement
মুম্বই ১৪৯ তোলায় কেকেআর সমর্থকদের মনে ক্ষীণ আশা জাগলেও হায়দরাবাদ রান তাড়া করতে শুরু করার পরই তা কমতে শুরু করে৷ সৌজন্য ঋদ্ধিমান-ওয়ার্নারের ওপেনিং জুটি৷ ধারাভাষ্যকাররাও স্বীকার করে নিলেন, ঋদ্ধিমান দলে ফিরে ওপেন করতে শুরু করার পর থেকেই যেন বদলে গিয়েছে হায়দরাবাদ৷ এ দিনও রান তাড়া করতে নেমে প্রথম থেকে মুম্বই বোলিংকে আক্রমণ করেন ঋদ্ধি৷ ডেভিড ওয়ার্নারের থেকেও দ্রুত গতিতে রান তুলতে থাকেন ঋদ্ধি৷ তার উপর বুমরা- বোল্ট না থাকায় ঋদ্ধিদের কাজটাও আরও সহজ হয়ে যায়৷ ঋদ্ধি-ওয়ার্নারের ওপেনিং জুড়িই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়৷ বাংলার ঋদ্ধির ব্যাটেই কার্যত শেষ হয়ে যায় কলকাতার প্লে অফে যাওয়ার আশা৷
advertisement
পর পর দুই মরশুমে নিজেদের সমর্থকদের একরাশ হতাশাই উপহার দিল কলকাতা নাইট রাইডার্স৷ সিদ্ধান্তহীনতায় ভোগা কলকাতার প্লে অফে যাওয়াটাই হয়তো অপ্রত্যাশিত ছিল৷ এ দিনের ম্যাচের পর কেন বাংলার মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহাদের নেওয়ার জন্য ঝাঁপায় না কলকাতার টিম ম্যানেজমেন্ট, সেই প্রশ্নও আবারও তুলতেই পারেন কেকেআর সমর্থকরা৷
বাংলা খবর/ খবর/IPL/
MI vs SRH: ঋদ্ধির ব্যাটেই স্বপ্নভঙ্গ কলকাতার! প্লে অফে হায়দরাবাদ, ছিটকে গেল KKR
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement