MI vs CSK: ধোনির চেন্নাইয়ের সামনে জয়ের জন্য ১৬৩ রানের টার্গেট রাখল মুম্বই ইন্ডিয়ান্স

Last Updated:
Photo Courtesy: Sportzpics for BCCI, IPLT20.com
মুম্বই ইন্ডিয়ান্স: ১৬২/৯ (২০ ওভার)
#আবুধাবি: শুরুটা ভাল করেও সেই ‘মোমেন্টাম’ ধরে রাখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স ৷ রোহিতদের ইনিংস শেষ হল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রানে ৷ দলের হয়ে সর্বোচ্চ রান সৌরভ তিওয়ারি (৪২)-র ৷ ওপেনার কুইন্টন ডি কক করেন ২০ বলে ৩৩ রান ৷
advertisement
advertisement
টস হেরে এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক ৷ মুম্বইকে প্রথম ঝটকাটা দেন পীযূষ চাওলা ৷ পেসাররা যখন সুবিধা করে উঠতে পারছিলেন না, তখনই চাওলার হাতে বল তুলে দেন সিএসকে অধিনায়ক ধোনি ৷ তাঁকে নিরাশ করেননি প্রাক্তন কেকেআর তারকা ৷ রোহিতকে চাওলা প্যাভিলিয়ানে ফেরাতেই মুম্বইয়ের ব্যাটিংয়ের ভিত নড়ে যায় ৷
advertisement
পাঁচ নম্বরে নেমে হার্দিক পাণ্ডিয়া শুরুতেই দুটি বিশাল ছক্কা হাঁকালেও ১০ বলে ১৪ রানের বেশি তিনি করতে পারেননি ৷ পোলার্ড (১৮), ক্রুণাল পাণ্ডিয়া (৩) রান পাননি কেউই ৷ চেন্নাইয়ের হয়ে বল হাতে সফল এনগিডি, চাওলা, জাদেজা এবং চাহার ৷ ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি ৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
MI vs CSK: ধোনির চেন্নাইয়ের সামনে জয়ের জন্য ১৬৩ রানের টার্গেট রাখল মুম্বই ইন্ডিয়ান্স
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement