IPL 2021: 'এত Attitude কেন দাদা!' ক্রুনাল পান্ডিয়ার 'ক্লাস' নিলেন নেটিজেনরা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপক ট্রোল করলেন নেটিজেনরা।
#নয়াদিল্লি: শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বারবার মাথা গরম করে ফেলছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। এদিন তিন ওভার বোলিং করে ৩১ রান দেন তিনি। কিন্তু একটি উইকেটও পাননি। বোলিং করার সময় বারবার নিজের দলের সদস্যদের ওপর রাগ করে ফেলেছিলেন তিনি। মূলত নিজের উপর হতাশা থেকেই এমন করছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার। তবে তাঁর এমন ব্যবহার মোটেও ভাল চোখে দেখেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপক ট্রোল করলেন নেটিজেনরা।
Nobody*
— BENIWAL ASTIC 💙 (@BeniwalAstic) April 23, 2021
Krunal Pandya blaming fielders for 2 back to back wide balls ! pic.twitter.com/gS9RM5ybFR
advertisement
Krunal Pandya to bowling coach after he gets hits for a boundary #PBKSvMI pic.twitter.com/1l4qZQOvsl
— saif shaikh (@saifs_99) April 23, 2021
advertisement
Krunal Pandya to fielders- Abey tere gravitational force ke karan ball leg side me drift kar gayi mene to seedhi fenki thi #Cricket pic.twitter.com/1vhUrsVIZT
— Deepak (@TheDKmeena) April 24, 2021
Expressions of krunal pandya after every ball are like, he’s bowling ‘The Ball of the century’ but every time it’s fault of fielders #MI #IPL2021 pic.twitter.com/hSpuzrsnYc
— Prathmesh Patil (@PrathmeshSpeak) April 24, 2021
advertisement
চলতি আইপিএলে আহামরি পারফরম্যান্স করতে পারেননি ক্রুনাল। তবুও সতীর্থদের উপর তাঁর এই রাগ উগরে দেওয়া মোটেও ভাল চোখে দেখেনি নেটিজেনরা। ক্রুণালকে সরাসরি আক্রমণ করে কেউ কেউ লিখলেন, এত অ্যাটিটিউড কোথা থেকে আসে দাদা! কেউ আবার লিখলেন, নিজের হতাশার জন্য বারবার কেন সতীর্থদের দায়ী করছেন! একজন আবার লিখলেন, এমন হাবভাব করছেন যেন আপনি বল অফ দ্য সেঞ্চুরি করেছেন আর ফিল্ডারদের দোষেই বারবার রান হচ্ছে। চলতি আইপিএলে ক্রুনাল পান্ডিয়ার পারফরম্যান্স বেশ খারাপ। এবার আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে ক্রুনাল মাত্র তিনটি উইকেট পেয়েছেন। রান দিয়েছেন ১১৬। ক্রুণালের ভাই হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়েও সমালোচনা চলছে। তিনিও ব্যাট হাতে ফ্লপ। এমনকী বোলিংয়েও তেমন কিছু করতে পারেননি। তবে হার্দিক ফিল্ডিংয়ের নিজের জাত চিনিয়েছেন।
Location :
First Published :
April 25, 2021 1:41 PM IST