IPL 2021: প্রায় একই সমস্যায় জেরবার কেকেআর-রাজস্থান, আজ বদলাতে পারে প্রথম একাদশ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
আজআইপিএলের দুই লাস্ট বয়ের লড়াই।
#মু্ম্বই: রাজস্থান রয়্যালস ও কেকেআর এখন একই নৌকায় সওয়ার। আইপিএলের পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে রয়েছে দুই দল। আটে রাজস্থান। সাতে কলকাতা। দুটো দলই পরপর তিনটি ম্যাচ হেরে ব্যাকফুটে। আজ তাই আইপিএলের দুই লাস্ট বয়ের লড়াই। আর দুই দলই আজকের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইছে। কলকাতা ও রাজস্থান, দুই দলেরই সমস্যা প্রায় একই। বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান কেকেআরের ক্যাপ্টেন হিসেবে আহামরি কিছু করতে পারেনি এখনও। তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওদিকে, কমবয়সী সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে ভরসা রেখেছিল রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। প্রথম ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স রাজস্থানকে ভরসা জুগিয়েছিল। তারপর তিন ম্যাচে হতাশা ছাড়া কিছুই জোটেনি রাজস্থানের।
আজ যেভাবেই হোক রাজস্থান ও কলকাতা জয়ের রাস্তায় ফিরতে মরিয়া। এমন পরিস্থিতিতে আজ দুই দলেরই প্রথম একাদশে পরিবর্তন হতে পারে। রাজস্থানের এখন সব থেকে বড় সমস্যা ওপেনিং পার্টনারশিপ। জস বাটলার ও মনন বোহরা বড় রান করতে পারছেন না। ফলে আজ জস বাটলারের সঙ্গে আজ দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। আইপিএলের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের ফর্ম তলানিতে ঠেকেছে। ফলে আজ তাঁর কাছেও রাজস্থানের ইনিংস টেনে নিয়ে যাওয়ার বড় দায়িত্ব থাকবে। রাজস্থানের বোলিং লাইন আপে অবশ্য তেমন কোনও বদল হবে না। তবে অ্যান্ড্রু টাই সুযোগ পেলেও পেতে পারেন।
advertisement
কলকাতা নাইট রাইডার্স-এর ওপেনিং জুটি নিয়ে সমস্যা রয়েছে। তবে এখনই ওপেনিং জুটি বদলের কোনও সম্ভাবনা নেই। শুভমান গিল ও নীতিশ রানা বড় ইনিংস খেললে কেকেআরের সমস্যা অনেকটাই সমাধান হতে পারে। তবে কলকাতার সব থেকে বড় চিন্তা ইয়ন মরগানের ফর্ম। আজ রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের বোলিং লাইনে বদল হতে পারে। কমলেশ নাগরকোটি এবং শিভম মাভির মধ্যে একজন সুযোগ পাবেন। প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে পেস অ্যাটাক সামলাবেন তিনি। এছাড়া প্যাট কামিন্স রয়েছেন।
advertisement
advertisement
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিভম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ- নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা।
view commentsLocation :
First Published :
April 24, 2021 2:02 PM IST