#দুবাই: আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মরগ্যানের দলের সামনে।
আরও একবার আজ মহাষষ্ঠীতে প্লে-অফ খেলতে নামবে কেকেআর। তবে আজ এলিমিনেটর। অর্থাত্, আজ হারলে কেকেআর-এর ছুটি হয়ে যেতে পারে। একই কথা বলা যায় বিরাট কোহলির আরসিবির জন্যও। আজ হারলে আরও একবার মন ভাঙবে বিরাট কোহলির।
২০১১ আইপিএল-এ প্রথমবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্লেঅফে খেলেছিল। কিন্তু সেবার এলিমিনেটর-এর ম্যাচ মুম্বইয়ের কাছে চার উইকেটে হারে কেকেআর। পরের বছরই অবশ্য আইপিএল খেতাব জেতে কলকাতা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে ১৮ রানে হারিয়েছিল কলকাতা।
এর পর ২০১৪ সালে ফের খেতাব জেতে গৌতম গম্ভীরের নেতত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্বে কেকেআর শেষ করেছিল তিন নম্বরে। এর পর প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবের বিরুদ্ধে ২৮ রানে জেতে কেকেআর। ফাইনালে ফের সেই পাঞ্জাবকেই ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল কলকাতা।
আরও পড়ুন- পুজোর সময় মেয়ে সানা এবার বিদেশে, মনমরা সৌরভ গঙ্গোপাধ্যায়
বিরাট কোহলি জাতীয় দলের জার্সি গায়ে অসাধারণ অধিনায়কত্ব করেছেন। কিন্তু আইপিএলের প্রসঙ্গ উঠতেই কোহলিক কার্যত ব্যাকফুট-এ চলে যেতে হয়। আইপিএলে ক্যাপ্টেন কোহলির সাফল্যের ভাঁড়ার শূন্য। আর তাই চলতি আইপিএলের পরই কোহলি আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেছেন। তাই খাতায়-কলমে আরসিবির ক্যাপ্টেন হিসাবে কোহলির এটাই শেষ আইপিএল।
এবার কোহলিকে ট্রফি পাইয়ে দিতে যেন ঝাঁপিয়ে পড়েছে গোটা দল। গ্রুপ পর্বে আরসিবির পারফরম্যান্স ছিল দারুন। আজ কেকেআরকে হারালেই ট্রফির আরও কাছে পৌঁছে যাবেন কোহলি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2021, KKR vs RCB, Play Offs