KKR vs PBKS: জিতলেও নাইটদের টপ অর্ডার নিয়ে প্রশ্ন থাকছে

Last Updated:

২০ বল বাকি থাকতে জয় দাপট বয়ান করে তো বটেই। কিন্তু জয়ের ভেতরেও যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে তা হল কেকেআর টপ অর্ডার

ফের ফ্লপ গিল এবং রানা
ফের ফ্লপ গিল এবং রানা
বেশ কয়েকটা ম্যাচ ধরে টানা ফ্লপ শো দেখাচ্ছে এই টপ অর্ডার। ব্যাটিং কোচ ডেভিড হাসি নিশ্চিত ছিলেন এবার অন্তত বড় রান করবেন শুভমান গিল। কিন্তু কোথায় কী? প্রতিভা থাকা এক ব্যাপার, কিন্তু মাঠে নেমে পারফর্ম করা অন্য ব্যাপার। এদিনও ব্যর্থ গিল। শামির বলে আড়াআড়ি খেলতে গিয়ে এলবি ডব্লিউ হলেন। একদিকে যখন আরসিবি দলের তরুণ তারকা দেবদত্ত পারিকাল স্বপ্নের ব্যাটিং করছেন, তখন অন্যদিকে শুভমনের টানা ব্যর্থতা হতাশ করছে ক্রিকেটপ্রেমীদের।
advertisement
পাশাপাশি অন্য ওপেনার নীতিশ রানা প্রথম দুটো ম্যাচে অর্ধশতরান করার পর শেষ চার ম্যাচে কিছুই করেননি। আজ যেভাবে ফুলটস বলে আউট হলেন তা স্কুল পর্যায় হলেও শাস্তির মুখে পড়তে হয়। চার নম্বরে সুনীল নারিন কার্যত ব্যর্থ। তাঁকে ব্যবহার করা উচিত ব্যাটিং পাওয়ার প্লের সময়। সেক্ষেত্রে রানাকে তিন নম্বরে নামানো যেতেই পারে। কিন্তু কে শোনে কার কথা? আজ দল জিতেছে বলে হয়তো এসব প্রশ্ন উঠবে না। ধামাচাপা পড়ে যাবে। কিন্তু এই জায়গাটা উন্নতি করতে না পারলে আগামীদিনে শাহরুখ খানের দলের কপালে দুঃখ আছে।
advertisement
advertisement
আজ ১২৩ তুলতে গিয়েই যেভাবে নাভিশ্বাস উঠে গিয়েছিল, তাতে শুনতে খারাপ লাগলেও করোনা  রুগির অক্সিজেনের অভাব বলে মনে হচ্ছিল। সুনীল গাভাসকার এবং ব্রায়ান লারার মত কিংবদন্তীরা সন্ধিহান কেকেআর ব্যাটিংয়ের টপ অর্ডার নিয়ে। ধারাবাহিকতা দেখাতে না পারলে এই চাপ টানা অধিনায়ক ইয়ন মর্গ্যান নিতে পারবেন না। যাই হোক, দিনের শেষে গুরুত্বপূর্ণ জয় এবং দুই পয়েন্ট কেকেআরের গুমোট পরিবেশে নতুন খোলা বাতাস বয়ে আনল।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
KKR vs PBKS: জিতলেও নাইটদের টপ অর্ডার নিয়ে প্রশ্ন থাকছে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement