IPL 2021 Play Off: কেকেআর নাকি মুম্বই ইন্ডিয়ান্স! প্লে-অফে ওঠার সম্ভাবনা কার বেশি? দেখে নিন হিসেব

Last Updated:

Ipl 2021 Play Off: কলকাতা নাইট রাইডার্স-এর এখন ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে কেকেআরের মতো একই পয়েন্ট পেয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

#শারজাহ: একটি জায়গা দখলের জন্য এখন চারটি দলের লড়াই। এই জন্যই হয়তো এত বছর পরও আইপিএল এতটা জমজমাট! এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস এর মধ্যে প্লে-অফের একটি জায়গা দখলের জন্য লড়াই চলছে। তবে এই চার দলের মধ্যে পঞ্জাব কিংসকে প্রায় বাদ দেওয়াযই চলে। তাদের প্লে-অফে ওঠার রাস্তা বেশ কঠিন। এর মধ্যে মঙ্গলবার ম্যাচের ৭০ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে এবার প্লে-অফে ওঠার লড়াইয়ে সব থেকে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল।
কলকাতা নাইট রাইডার্স-এর এখন ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে কেকেআরের মতো একই পয়েন্ট পেয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আপাতত রানরেটের বিচারে কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। আইপিএলের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে কেকেআর। আর ৫ নম্বরে থেকে কলকাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফের জায়গা দখলের লড়াইয়ে সব থেকে এগিয়ে। কারণ পঞ্জাব ও রাজস্থানের প্লে-অফে পৌঁছানোর রাস্তায় কাঁটা ছড়িয়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন- ঈশানের ব্যাটে রাজস্থানকে উড়িয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল রোহিতরা
চতুর্থ দল হিসেবে তাই প্লে-অফে ওঠার অন্যতম দাবিদার কলকাতা ও মুম্বাই। এবার দেখে নেওয়া যাক মুম্বাইয় ও কলকাতার মধ্যে কার প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা বেশি!
advertisement
কেকেআর বৃহস্পতিবার খেলবে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে। এই ম্যাচে রাজস্থানকে বড় ব্যবধানে হারাতে পারলে সরাসরি প্লে-অফের টিকিট পেয়ে যাবে ইয়ন মরগ্যানের দল। এক্ষেত্রে মুম্বই পরের ম্যাচে হারলে রাজস্থানের বিরুদ্ধে কেকেআর কম ব্যবধানে জিতলেও পৌঁছে যাবে প্লে অফে।অন্যদিকে মুম্বাই শেষ ম্যাচে কম ব্যবধানে জিতলে নাইটরা রাজস্থানকে সাধারণ ব্যবধানে হারালেও প্লে-অফের দরজা খুলে যাবে। তবে শেষ ম্যাচে রাজস্থানকে হারাতেই হবে কেকেআরকে।
advertisement
কেকেআরের থেকে রানরেটে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে মুম্বাই। ফলে শেষ ম্যাচে মুম্বাইকে বড় ব্যবধানে জিততে হবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। শেষ ম্যাচে রোহিত শর্মার দলের শুধু জিতলে হবে না। মুম্বাইকে বড় ব্যবধানে জিততে হবে। না হলে মুম্বাইকে পিছনে ফেলে কলকাতা পৌঁছে যাবে প্লে-অফে।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021 Play Off: কেকেআর নাকি মুম্বই ইন্ডিয়ান্স! প্লে-অফে ওঠার সম্ভাবনা কার বেশি? দেখে নিন হিসেব
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement