KKR vs DC: অযোগ্য ক্রিকেটারে ভরা কেকেআর বলছেন সানি

Last Updated:

পরিকল্পনা এবং দক্ষতা দুটোর অভাবেই ভুগতে হচ্ছে শাহরুখ খানের দলকে। নিলামে নিজেদের দুর্বলতা ঢাকার জন্য বাকি দলগুলো যখন সর্বশক্তি দিয়ে ঝাঁপায়, তখন হরভজন, করুন নায়ার, বেন কটিংদের কেন দলে নেওয়া হয়েছে উত্তর নেই

যোগ্য ক্রিকেটার নেই নাইট রাইডার্স দলে বলছেন সানি
যোগ্য ক্রিকেটার নেই নাইট রাইডার্স দলে বলছেন সানি
নাইট রাইডার্স দলের চার এবং পাঁচ নম্বরে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মত ক্রিকেটার নেই। তাই কেকেআর সর্মথকরা দুঃখ পেলেও কিছু করার নেই। তিনি আবার মনে করিয়ে দিলেন সুনীল নারিন যখন দলে আছে, তখন কেন তাঁকে দিয়ে ওপেন করানো হচ্ছে না। ব্যাটিং পাওয়ার প্লের সুবিধা নিতে হলে নারিনকে ওপেন করানো উচিত। মিডল অর্ডারে নামিয়ে কোনও ফল পাওয়া যাচ্ছে না। তাছাড়া কেকেআর দলের পরিকল্পনার অভাব স্পষ্ট মনে করেন সানি।
advertisement
পরিকল্পনা এবং দক্ষতা দুটোর অভাবেই ভুগতে হচ্ছে শাহরুখ খানের দলকে। নিলামে নিজেদের দুর্বলতা ঢাকার জন্য বাকি দলগুলো যখন সর্বশক্তি দিয়ে ঝাঁপায়, তখন হরভজন, করুন নায়ার, বেন কটিংদের কেন দলে নেওয়া হয়েছে উত্তর নেই। নিজেদের কোটার ক্রিকেটার খুঁজতে গিয়ে দলের সিইও দলের ক্ষতি করে চলেছেন বছরের পর বছর। শাহরুখ খানের সময় নেই সারা বছর দল নিয়ে মাথা ঘামান। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররা যখন একটা ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের নাম না করে অযোগ্য বলছেন, তখন এর থেকে আর লজ্জার কী হতে পারে? এ
advertisement
advertisement
মন নয় যে কেকেআর টিম ম্যানেজমেন্টের এসব কথা কানে যায় না। কিন্তু তাঁদের না আছে লজ্জা, না দায়বদ্ধতা। ব্যর্থতা যেন গা সওয়া হয়ে গিয়েছে। কয়েক মাসের ক্রিকেট বিনোদন ছাড়া তাঁরা এই প্রতিযোগিতাকে বড় করে দেখতে নারাজ। চলছে, চলবে, না হলেও চলবে, এমন মনোভাব যে দলের, তাঁদের ব্যর্থতার কানাগলিতে হাতড়ে বেড়াতে হবে না, তো কাদের হবে?
view comments
বাংলা খবর/ খবর/IPL/
KKR vs DC: অযোগ্য ক্রিকেটারে ভরা কেকেআর বলছেন সানি
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement