IPL 2021: নাইট সংসারে পরিবর্তন হিসেবে ভাসছে কোন তিনটি নাম? দেখুন

Last Updated:

বাঁহাতি স্পিনার পবন নেগিকে খেলানো হতে পারে। বল করার পাশাপাশি তাঁর ব্যাটের হাত যথেষ্ট ভাল, তাই তাঁকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি চিন্তা-ভাবনা করা হচ্ছে বেন কাটিংকে নিয়ে।

দলে আসতে পারেন পবন এবং বেন
দলে আসতে পারেন পবন এবং বেন
দলে যে পরিবর্তন আসন্ন সেটা সকলেই জানেন। নাইট রাইডার্স দলের কোচ যখন ব্রেন্ডন ম্যাককালাম, তখন সেই দলের ক্রিকেটাররা কোথায় আগ্রাসী ক্রিকেট খেলবেন, তা নয়, উল্টে ভয়ে ভয়ে মাঠে নামেন। অন্য দল যখন ব্যাটিং পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগায়, তখন কেকেআর থাকে ব্যাকফুটে। নাইট অন্দরমহলে অশান্তির কালো মেঘ ছেয়ে গিয়েছে। মনে করা হচ্ছে পরের ম্যাচে তিনটি পরিবর্তন অবশ্যম্ভাবী।
advertisement
বাঁহাতি স্পিনার পবন নেগিকে খেলানো হতে পারে। বল করার পাশাপাশি তাঁর ব্যাটের হাত যথেষ্ট ভাল, তাই তাঁকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি চিন্তা-ভাবনা করা হচ্ছে বেন কাটিংকে নিয়ে। রাসেল কিছুটা হলেও ফর্মে ফিরেছেন। তাই তাঁকে বসানোর পরিকল্পনা নেই। প্যাট কামিন্স নিচের দিকে রান করতে সক্ষম, আবার দলের এক নম্বর পেসার। তাই তাঁকেও বাইরে রাখা সম্ভব নয়। ফলে সুনীল নারিনকে বসানো যায় কিনা চলছে চিন্তাভাবনা। বেন কাটিং অতীতে মুম্বই ইন্ডিয়ান্স দলে সাফল্যের সঙ্গে খেলেছেন। বিগ ব্যাশ এবং পাকিস্তান সুপার লিগেও খেলার অভিজ্ঞতা প্রচুর। তাই একবার তাঁকেও সুযোগ দিতে চায় ম্যানেজমেন্ট। অলরাউন্ডার হিসেবে বেন উপযোগী ক্রিকেটার।
advertisement
advertisement
আবার ভেসে আসছে করুন নায়ারের নাম। কর্নাটকের এই ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ভারতের হয় ট্রিপল সেঞ্চুরির মালিক। ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভাল খেলেছেন। অতীতে পঞ্জাবের হয়ে আইপিএল খেলেছেন। তাই তাঁকেও দেখে নেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। যখন একই দল বারবার খেলিয়ে লাভ হচ্ছে না, তখন পরিবর্তনই যে পথ, তাতে সন্দেহ নেই। অতীতে দেখা গিয়েছে অনেক সময় পরিবর্তন করে ব্যর্থ দল সাফল্যের রাস্তায় ফিরেছে। তাই কেকেআর পরিবর্তন ঘটিয়ে ব্যর্থতার কানাগলি থেকে সাফল্যের হাইওয়েতে উঠতে পারে কিনা সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: নাইট সংসারে পরিবর্তন হিসেবে ভাসছে কোন তিনটি নাম? দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement