RCB vs KKR: হেরেও হতাশ হতে বারণ করছেন মর্গ্যান
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ইয়ন মর্গ্যান ব্যর্থতা মেনে নিলেও মনে করেন এখনই হতাশ হওয়ার কিছু হয়নি। সবে প্রথমদিক। তিনি ঠিক গুছিয়ে নেবেন
#চেন্নাই: লজ্জা ছাড়া আর কী বা পাওয়ার আছে? মুম্বইয়ের পর হার আরসিবির বিরুদ্ধে। তাও ৩৮ রানে। টি টোয়েন্টিতে যা লজ্জার শামিল। একদিন বোলিং ডোবায়, কোনদিন ব্যাটিং। আর কবে যে ধারাবাহিকতা দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স দলের খেলায় ঈশ্বর জানেন। ইয়ন মর্গ্যান কিন্তু প্রশ্নের মুখে পড়বেন। এদিনও বোলিং পরিবর্তন করার ক্ষেত্রে ভুল করেছেন তিনি। ইয়ন মর্গ্যান ব্যর্থতা মেনে নিলেও মনে করেন এখনই হতাশ হওয়ার কিছু হয়নি। সবে প্রথমদিক। তিনি ঠিক গুছিয়ে নেবেন। কিন্তু মিষ্টি কথায় কাজ হওয়ার নয়। মাঠে প্রমাণ করতে হবে, মুখে নয়।এই জায়গা থেকে দল কোন জাদুমন্ত্রে ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার।রবিবার চিপকে প্রথমে ব্যাট করে আরসিবি ২০৪ রান তোলার পর নাইট রাইডার্স যে ওই রান তাড়া করতে পারবে না সেটা বোঝার জন্য ক্রিকেট পন্ডিত হওয়ার দরকার ছিল না।
গ্লেন ম্যাক্সওয়েল এবং ডি ভিলিয়ার্স যে ধ্বংসলীলা চালিয়ে গিয়েছিলেন কেকেআর জার্সিতে তার পাল্টা জবাব দেওয়ার মত কাউকে খুঁজে পাওয়া গেল না। শুরুতে শুভমন গিল কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। ২১ রানেই শেষ হয়ে গিয়েছিল লড়াই। নীতিশ রানা প্রথম দুটো ম্যাচে অর্ধশতরান পেলেও আসল পরীক্ষায় ব্যর্থ। ১৮ করে ফিরে গেলেন। রাহুল ত্রিপাঠী ২৫ এবং অধিনায়ক ইয়ন মর্গ্যান ২৯ পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। কেকেআরের হেরে যাওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা।
advertisement
শাকিব কিছুটা লড়াই করলেন। কিন্তু আরসিবি র পাহাড় সমান রানের লক্ষ্যমাত্রা পার করতে পারলেন না। মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের পর এবার আরসিবি- র বিরুদ্ধেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল শাহরুখ খানের দলকে। রাসেল নিজের সেরা সময় পেছন ফেলে এসেছেন। একটা বল ব্যাটের মাঝখান দিয়ে খেলতে পারছিলেন না। ১৭ ওভারে অবশ্য
advertisement
চা হালের ওভারে ২০ রান তুললেন। কিছুটা অক্সিজেন পেয়েছিল দল। কিন্তু শেষপর্যন্ত ৩৮ রানে হেরে মাঠ ছাড়তে হল।তাঁকে এত টাকা দিয়ে দলে নেওয়ার কারণে কম সমালোচনা হয়নি। গতবার পঞ্জাব জার্সিতে পুরোপুরি ব্যর্থ ছিলেন আইপিএলে।
advertisement
কিন্তু এবার গ্লেন ম্যাক্সওয়েলকে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে দলে নিয়েছিল আরসিবি। গত ম্যাচে অর্ধশতরান করেছিলেন। আজ মাত্র ৯ রানে দুই উইকেট হারিয়ে যখন চাপে পড়েছে দল তখন ভরসা দিলেন। পাল্টা আক্রমণ করলেন কেকেআর বোলারদের। লাল জার্সিধারীদের পায়ের তলার মাটি শক্ত করলেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার তিনি বুঝিয়ে দিতে মরিয়া তাঁকে দলে নিয়ে ভুল কাজ করেনি আরসিবি। যে চাপ তৈরি হয়েছিল কাটিয়ে দিলেন আক্রমণাত্মক ব্যাটিং করে।
advertisement
এভাবে চলতে থাকলে বিরাটের মাথা ব্যাথা অনেক কমে যাবে। অর্ধশতরান পূর্ণ করলেন।সঙ্গে এবি ডি ভিলিয়ার্স। বয়স বেড়েছে, কিন্তু ক্ষিপ্রতা কমেনি। আসলে মানতে অসুবিধা নেই আরসিবি বা মুম্বই ইন্ডিয়ান্স দলের তুলনায় কেকেআর দলের ক্রিকেটারদের মান অনেক কম। মাঠে সেটা লুকিয়ে রাখা যাচ্ছে না। তাই খুব অলৌকিক কিছু না ঘটলে এবারও হতাশায় বুক বাঁধবেন নাইট সর্মথকরা।
Location :
First Published :
April 18, 2021 7:45 PM IST