IPL 2021: সবচেয়ে লম্বা ছক্কা হাঁকালেন পোলার্ড, ৬ রানের বেশি দেওয়ার দাবি সোশ্যাল মিডিয়ায়!

Last Updated:

এদিন আইপিএলে ২০০ ছক্কার মাইলস্টোনও পেরিয়েছেন পোলার্ড।

চিপকের উইকেট নিয়ে অনেক কথাই হচ্ছে। তবুও এই উইকেটেই এখনও পর্যন্ত আইপিএলে সব থেকে লম্বা দুটি ছক্কা হাঁকিয়েছেন দুজন ব্যাটসম্যান। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার কায়রন পোলার্ড আইপিএল ২০২১- এর সব থেকে লম্বা ছক্কা হাঁকালেন। পোলার্ড যখন ব্যাটিং করতে আসেন তখন মুম্বই ১১৪ রানে চার উইকেট হারিয়েছিল। এর পর উইকেটে এসেই সমঝে-বুঝে খেলতে শুরু করেন পোলার্ড। মুম্বইয়ের হয়ে এদিন তিনি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। হায়দরাবাদের স্পিনার মুজিবুর রহমানের ডেলিভারিতে পোলার্ড এদিন যে ছক্কাটি মেরেছেন সেটি ১০৫ মিটার লম্বা ছিল। এখনও পর্যন্ত এত লম্বা ছক্কা চলতি মরশুমের আইপিএলে কেউ হাঁকাতে পারেননি। এদিন আইপিএলে ২০০ ছক্কার মাইলস্টোনও পেরিয়েছেন পোলার্ড। একইসঙ্গে ম্যাচের সেরাও হয়েছেন তিনিই।
advertisement
advertisement
এর আগে আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল চলতি আইপিএলে ১০০ মিটার লম্বা একটি ছক্কা হাঁকিয়েছিলেন। চলতি আইপিএলে এতদিন সেটাই ছিল সব থেকে লম্বা ছক্কা। কিন্তু এদিন ম্যাক্সওয়েলকে পেছনে ফেললেন পোলার্ড। তাঁর ১০৫ মিটার লম্বা ছক্কা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। অনেকেই মজার ছলে বলছেন, এত লম্বা ছক্কায় কিন্তু রান হবে সেই ছয়। এত লম্বা ছক্কা হলে কি ছয়ের থেকে বেশি রান দেওয়া যায় না! মুম্বই এদিন হায়দরাবাদকে হারিয়েছে। আর মুম্বইয়ের এদিনের জয়ে পোলার্ডের গুরুত্ব ছিল অনেকটাই।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: সবচেয়ে লম্বা ছক্কা হাঁকালেন পোলার্ড, ৬ রানের বেশি দেওয়ার দাবি সোশ্যাল মিডিয়ায়!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement