IPL 2021: সবচেয়ে লম্বা ছক্কা হাঁকালেন পোলার্ড, ৬ রানের বেশি দেওয়ার দাবি সোশ্যাল মিডিয়ায়!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
এদিন আইপিএলে ২০০ ছক্কার মাইলস্টোনও পেরিয়েছেন পোলার্ড।
চিপকের উইকেট নিয়ে অনেক কথাই হচ্ছে। তবুও এই উইকেটেই এখনও পর্যন্ত আইপিএলে সব থেকে লম্বা দুটি ছক্কা হাঁকিয়েছেন দুজন ব্যাটসম্যান। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার কায়রন পোলার্ড আইপিএল ২০২১- এর সব থেকে লম্বা ছক্কা হাঁকালেন। পোলার্ড যখন ব্যাটিং করতে আসেন তখন মুম্বই ১১৪ রানে চার উইকেট হারিয়েছিল। এর পর উইকেটে এসেই সমঝে-বুঝে খেলতে শুরু করেন পোলার্ড। মুম্বইয়ের হয়ে এদিন তিনি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। হায়দরাবাদের স্পিনার মুজিবুর রহমানের ডেলিভারিতে পোলার্ড এদিন যে ছক্কাটি মেরেছেন সেটি ১০৫ মিটার লম্বা ছিল। এখনও পর্যন্ত এত লম্বা ছক্কা চলতি মরশুমের আইপিএলে কেউ হাঁকাতে পারেননি। এদিন আইপিএলে ২০০ ছক্কার মাইলস্টোনও পেরিয়েছেন পোলার্ড। একইসঙ্গে ম্যাচের সেরাও হয়েছেন তিনিই।
advertisement
KIERON POLLARD with the 105M six. That deserved more than 6 runs tbh#MIvsSRH pic.twitter.com/KjUNvihxyI
— AK #MI (@rantworld101) April 17, 2021
advertisement
এর আগে আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল চলতি আইপিএলে ১০০ মিটার লম্বা একটি ছক্কা হাঁকিয়েছিলেন। চলতি আইপিএলে এতদিন সেটাই ছিল সব থেকে লম্বা ছক্কা। কিন্তু এদিন ম্যাক্সওয়েলকে পেছনে ফেললেন পোলার্ড। তাঁর ১০৫ মিটার লম্বা ছক্কা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। অনেকেই মজার ছলে বলছেন, এত লম্বা ছক্কায় কিন্তু রান হবে সেই ছয়। এত লম্বা ছক্কা হলে কি ছয়ের থেকে বেশি রান দেওয়া যায় না! মুম্বই এদিন হায়দরাবাদকে হারিয়েছে। আর মুম্বইয়ের এদিনের জয়ে পোলার্ডের গুরুত্ব ছিল অনেকটাই।
Location :
First Published :
April 18, 2021 12:06 AM IST