'দেশভাগের পর তোমার জন্মশহর এত কষ্ট দেখেনি', শাহরুখকে বেনজির আক্রমণ ইতিহাসবিদের

Last Updated:

দিল্লিসহ দেশের একাধিক রাজ্যের মানুষ অক্সিজেনের অভাবে ছটফট করছেন। তার মধ্যেই দিল্লিতে হবে আইপিএলের ম্যাচ। যা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে।

#নয়াদিল্লি: করোনা মহামারীর মাঝে আইপিএল আয়েজন নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। গতবারও সারা বিশ্ব যখন করোনার বিরুদ্ধে লড়াই করছিল, সেই সময়ও দুবাইতে আইপিএল আয়োজন হয়েছিল। তবে আইপিএল আয়োজক ও ক্রিকেটারদের অনেকের দাবি, মহামারীর সময় সমস্ত বিধি মেনেই চলছে টুর্নামেন্ট। তা ছাড়া মহামারীর আতঙ্কের মাঝে মানুষের মুখে হাসি ফোটাচ্ছে আইপিএল। তা হলে ক্ষতিটা কোথায়! তবে অনেকের কাছেই এই যুক্তি গ্রহণযোগ্য হচ্ছে না। এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। বিশেষ করে দিল্লিসহ দেশের একাধিক রাজ্যের মানুষ অক্সিজেনের অভাবে ছটফট করছেন। তার মধ্যেই দিল্লিতে হবে আইপিএলের ম্যাচ। যা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে।
এবারের আইপিএলে জঘন্য পারফরম্যান্স করেছে কেকেআর। তবে এসবের মাঝেই শনিবার কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান একটি টুইট করেছেন। আর তাঁর সেই টুইটের জন্য শাহরুখ খানকে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে। দিল্লিবাসী ইতিহাসবিদ ইরফান হাবিব একহাত নিয়েছেন বলিউডের কিং খানকে। শাহরুখ খানের সেই টুইটে লেখা ছিল, এমপিএল কেকেআরের প্রধান স্পনসর হওয়ায় আমি দারুন খুশি। কেকেআরের সঙ্গে এভাবে এগিয়ে যেতে পারলে ভাল লাগে। এবার আমার বুদ্ধি প্রয়োগর পালা। দেখা যাক, আপনাদের ফোনে নতুন কোন গেম রয়েছে! একে তো মহামারীর মাঝে আইপিএল। তার উপর স্পনসরের প্রমোশন। শাহরুখ খানকে তুলোধনা করলেন দিল্লির ইতিহাসবিদ ইরফান হাবিব।
advertisement
advertisement
advertisement
ইতিহাসবিদ লিখেছেন, তোমার এই টুইট একেবারে ভুল সময় এসেছে। তোমার জন্মশহর দিল্লি। দেশভাগের হিংসার পর এই শহর এত কষ্ট দেখেনি। তবে এর মাঝে একবার ১৯৮৪ সাল দেখেছে এই শহর। এই টুইট এমন সময় না দিলেও পারতে। তোমার পিআর টিমের আরেকটু মানবিক হওয়া উচিত ছিল। শাহরুখ যদিও তাঁর এই টুইটের কোনও উত্তর দেননি। তবে কিং খানের ভক্তরা অনেকেই হাবিবকে পাল্টা দিয়েছেন। তাঁদের দাবি, শাহরুখ খান দেশের মানুষের সমস্যায় পাশে থাকেন। কেউ আবার লিখেছেন, এই পরিস্থিতির জন্য শাহরুখ খান দায়ী নন। তা হলে তাঁকে খামোখা আক্রমণ করার মানে কী!
view comments
বাংলা খবর/ খবর/IPL/
'দেশভাগের পর তোমার জন্মশহর এত কষ্ট দেখেনি', শাহরুখকে বেনজির আক্রমণ ইতিহাসবিদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement