IPL 2021: CSK vs RCB কাঁটায় কাঁটায় টক্কর, জেনে নিন টস আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দক্ষিণী ডার্বি ঘিরে সরগরম ক্রিকেট দুনিয়া...
#মুম্বই: তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর বিরাট কোহলির অধিনায়কত্বে খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB vs CSK) আইপিএল ১৪ (IPL 2021)- ১৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছে৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচ৷ মেগা ম্যাচের টসে জিতে প্রথমে ব্যাটিংয়েক সিদ্ধান্ত নিল সিএসকে ৷
একদিকে যেখানে বিরাট কোহলি (Virat Kohli) অন্যদিকে সেখানে বিদগ্ধ মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ৷ আরসিবি এই মরশুমে এখনও অবধি একটি ম্যাচেও হারেনি৷ অন্যদিকে সিএসকে হার দিয়ে মরশুম শুরু করলেও লাগাতার তিনটি ম্যাচ জিতেছে৷ প্রথম ম্যাচের হারের ধাক্কা থেকে কার্যত একেবারে নিজেদের বদলে নিয়েছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস৷ অন্যদিকে আরসিবি নিজেদের পঞ্চম ম্যাচ জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে৷
advertisement
এখন বিরাটের লক্ষ্য রবিবাসরীয় ওয়াংখেড়েতে ৫ জয় দাখিল করা৷ ধোনির দল লাগাতার চতুর্থ জয় দাখিল করতে নামবে৷ এর আগে ২০১৫ তে রাজস্থান রয়্যালস লাগাতার পাঁচ ম্যাচ জয়ের নজির করেছিল৷ আরসিবি এবার সেই কাজই করতে চাইছে৷
advertisement
Runs have flown at the Wankhede stadium this season 😎
Would you bat first or bowl if you won the toss, 12th Man Army?🤔#PlayBold #WeAreChallengers #IPL2021 #CSKvRCB #DareToDream pic.twitter.com/OoZ55cgEzr — Royal Challengers Bangalore (@RCBTweets) April 25, 2021
advertisement
Pace and spin through thick and thin! Super Kings are ready for the Sunday showdown. #CSKvRCB #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/OkAFjcxk5X
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 25, 2021
সম্ভাব্য প্রথম একাদশ - চেন্নাই সুপার কিংস
advertisement
ফ্যাফ ডুপ্লেসি, ঋতুরাজ গায়কোয়ড়, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক ), স্যাম কারান, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদি ও দীপক চাহার
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - সম্ভাব্য একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, শাহবাজ অহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক) , ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল প্যাটেল, কেন রিচার্ডসন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ
view commentsLocation :
First Published :
April 25, 2021 2:54 PM IST