IPL 2021: রিয়ান পরাগের অদ্ভুত অ্যাকশন নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

দ্বিতীয় বলটা করার সময় প্রায় ক্রিজ থেকে অনেকটা বাইরের দিকে চলে গেলেন। হাত আরও কোনাকুনি জায়গা থেকে নামল

#মুম্বই: রিয়ান পরাগ এমনিতে ক্রিকেট খেলার পাশাপাশি নজর কেড়েছিলেন অসমের সাংস্কৃতিক নাচ বিহু নেচে। অতীতে আইপিএলের মঞ্চে রিয়ানের দেখাদেখি সেই নাচ নেচেছিলেন ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চার। এদিন প্রথম ইনিংসে পঞ্জাবের ব্যাটিংয়ের সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটালেন তিনি। উইকেটে রাহুল এবং ক্রিস গেইল তখন জমে গিয়েছেন। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন ক্যারিবিয়ান তারকা। একের পর এক বল গিয়ে পড়ছে মাঠের বাইরে। অগত্যা রাজস্থান অধিনায়ক সঞ্জু বল করতে ডাকলেন রিয়ানকে। ভাগ্য বদলায় কিনা দেখার জন্য।
advertisement
প্রথম বলটা সাধারণ অফ  স্পিনারের ভঙ্গিতে করলেন। দ্বিতীয় বলটা করার সময় প্রায় ক্রিজ থেকে অনেকটা বাইরের দিকে চলে গেলেন। হাত আরও কোনাকুনি জায়গা থেকে নামল। নিয়মের বিচারে অনৈতিক নয় ঠিকই। রবি অশ্বিন এবং কেদার যাদবকে এই ভঙ্গিতে অতীতে বল করতে দেখা গিয়েছে। তবে ওই ওভারেই গেইলের উইকেট তুলে নেন পরাগ। কাজের কাজ সেরে যান। ওই একটি ওভার ছাড়া আর বল করেননি তিনি।
advertisement
advertisement
সমর্থকদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় আইপিএল সোশ্যাল মিডিয়া টিম এই বোলিং ভঙ্গির ছবি পোস্ট করে লিখেছে, 'এই হল রাইট আর্ম পারপেন্ডিকুলার' । সমর্থকদের কাছে তাঁদের প্রশ্ন এই বিশেষ ভঙ্গি কে কী নামে ডাকা যায়? বিভিন্ন সমর্থক মজা করে বিভিন্ন কথা লিখেছেন। কেউ বলেছেন রিয়ান পরাগ প্রথম বোলার হিসেবে নিজেই নিজেকে নো বল করেছে। কেউ লিখেছেন নাচতে নাচতে ক্রিস গেইলের উইকেট নিলেন পরাগ।
advertisement
মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বোলিং ভঙ্গির ছবি ভাইরাল হয়ে যায়। এই তরুণ প্রতিভা রাজস্থানের হয়ে ব্যাট হাতে অতীতে গুরুত্বপূর্ণ খেলেছেন। আবার ধারাবাহিকতার অভাবে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে অসমের হয়ে এবার ভাল পারফর্ম করেছিলেন। আপাতত রিয়ান পরাগের 'রাইট আর্ম পারপেন্ডিকুলার' কিন্তু সুপারহিট।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: রিয়ান পরাগের অদ্ভুত অ্যাকশন নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement