IPL Auction 2021: নাম বদলাল প্রীতি জিন্টার পঞ্জাব, কী বলছেন রাহুল-গেইল?

Last Updated:

কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab) এখন অতীত৷ আইপিএল নিলামের (IPL Auction 2021) আগেই প্রীতি জিন্টার (Preity Zinta) আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলের নাম বদলে ফেলেছে৷ পঞ্জাবের নতুন নাম পঞ্জাব কিংস (Punjab Kings)৷

#চণ্ডীগড়: কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab) এখন অতীত৷ আইপিএল নিলামের (IPL Auction 2021) আগেই প্রীতি জিন্টার (Preity Zinta) আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলের নাম বদলে ফেলেছে৷ পঞ্জাবের নতুন নাম পঞ্জাব কিংস (Punjab Kings)৷ নতুন দলের নাম সৌভাগ্য বহন করে আনবে বলেই মনে করছেন দলের অধিনায়ক ও টিম ইন্ডিয়ার স্টার ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)৷
advertisement
পঞ্জাব কিংসের হয়ে এক ট্যুইট ভিডিও বার্তায় রাহুল বলছেন, "আমার কিংস ইলেভেন পঞ্জাব নামটা পছন্দ হয়৷ কিন্তু একটা দল ১১ জনের চেয়েও বেশি কিছু৷ এটা পরিবারের মতো৷ একটা ছোট্ট পরিবর্তনে কোনও ক্ষতি নেই৷ আমি নিশ্চিত যে এই বছর নতুন নাম আমাদের জন্য সৌভাগ্য বহন করে আনবে৷" পঞ্জাবের ধ্বংসাত্মক ব্যাটসম্যান গেইলও অধিনায়কের সুরে গলা মিলিয়েছেন৷ তিনি বলছেন, মাঝে মধ্যে পরিবর্তন হওয়া ভাল৷
advertisement
advertisement
গতবার দুবাইয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন রাহুল৷ ১৪ ম্যাচে ৬৭০ রান করে কমলা টুপির মালিক হন তিনি৷ একটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধ-সেঞ্চুরি আসে রাহুলের ব্যাট থেকে৷ নিলামে পঞ্জাবের হাতে আছে ৫৩.২০ কোটি টাকা, দেখা যাক কোন কোন প্লেয়ারকে তাঁরা ঘরে আনতে পারে! গতবার ৬ নম্বরে টুর্নামেন্ট শেষ করা পঞ্জাব চাইবে এই বছর ভাগ্যের চাকা ঘোরাতে৷
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: নাম বদলাল প্রীতি জিন্টার পঞ্জাব, কী বলছেন রাহুল-গেইল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement