IPL Auction 2021: নাম বদলাল প্রীতি জিন্টার পঞ্জাব, কী বলছেন রাহুল-গেইল?

Last Updated:

কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab) এখন অতীত৷ আইপিএল নিলামের (IPL Auction 2021) আগেই প্রীতি জিন্টার (Preity Zinta) আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলের নাম বদলে ফেলেছে৷ পঞ্জাবের নতুন নাম পঞ্জাব কিংস (Punjab Kings)৷

#চণ্ডীগড়: কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab) এখন অতীত৷ আইপিএল নিলামের (IPL Auction 2021) আগেই প্রীতি জিন্টার (Preity Zinta) আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলের নাম বদলে ফেলেছে৷ পঞ্জাবের নতুন নাম পঞ্জাব কিংস (Punjab Kings)৷ নতুন দলের নাম সৌভাগ্য বহন করে আনবে বলেই মনে করছেন দলের অধিনায়ক ও টিম ইন্ডিয়ার স্টার ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)৷
advertisement
পঞ্জাব কিংসের হয়ে এক ট্যুইট ভিডিও বার্তায় রাহুল বলছেন, "আমার কিংস ইলেভেন পঞ্জাব নামটা পছন্দ হয়৷ কিন্তু একটা দল ১১ জনের চেয়েও বেশি কিছু৷ এটা পরিবারের মতো৷ একটা ছোট্ট পরিবর্তনে কোনও ক্ষতি নেই৷ আমি নিশ্চিত যে এই বছর নতুন নাম আমাদের জন্য সৌভাগ্য বহন করে আনবে৷" পঞ্জাবের ধ্বংসাত্মক ব্যাটসম্যান গেইলও অধিনায়কের সুরে গলা মিলিয়েছেন৷ তিনি বলছেন, মাঝে মধ্যে পরিবর্তন হওয়া ভাল৷
advertisement
advertisement
গতবার দুবাইয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন রাহুল৷ ১৪ ম্যাচে ৬৭০ রান করে কমলা টুপির মালিক হন তিনি৷ একটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধ-সেঞ্চুরি আসে রাহুলের ব্যাট থেকে৷ নিলামে পঞ্জাবের হাতে আছে ৫৩.২০ কোটি টাকা, দেখা যাক কোন কোন প্লেয়ারকে তাঁরা ঘরে আনতে পারে! গতবার ৬ নম্বরে টুর্নামেন্ট শেষ করা পঞ্জাব চাইবে এই বছর ভাগ্যের চাকা ঘোরাতে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: নাম বদলাল প্রীতি জিন্টার পঞ্জাব, কী বলছেন রাহুল-গেইল?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement