Covid 19 Second Wave: বন্ধ হবে না IPL 2021, সাফ জানাল BCCI, যাঁরা ছাড়বেন, তাঁরা ছাড়তেই পারেন!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Coronavirus Second Wave -এ চারদিকে হাহাকার, কিন্তু বিসিসিআইয়ের পাক্কা মত Show মাস্ট গো অন!
#মুম্বই: করোনা ভাইরাস (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের (Second Wave) ধাক্কায় পুরো দেশ লড়াই করছে৷ সর্বত্র ওষুধ , বেড, অক্সিজেন জোগাড় করার জন্য পাগলের মতো অবস্থা৷ করোনার জেরে আইপিএল থেকে নাম তুলে নিলেন দিল্লি ক্যাপিটাল্সের রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)৷
অশ্বিন সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ দিয়েছেন৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন মঙ্গলবার থেকে তিনি আর আইপিএলে খেলবেন না৷ তিনি জানিয়েছেন তাঁর পুরো পরিবার কোভিড ১৯ -র (Covid 19) সঙ্গে লড়াই করছে৷ এই খারাপ সময়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চাই৷ যদি সব ঠিক হয় তাহলে খেলায় ফেরবার আশা রাখি৷
অস্ট্রেলিয়া ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বোলার অ্যান্ড্রু টায় ভারতে ক্রমশ করোনার বৃদ্ধির কারণে আইপিএল (IPL 2021) মাঝপথেই ছেড়ে দেন৷ তাঁর ভয় ছিল তিনি আদৌ দেশে ফিরতে পারবেন না৷ ওয়াকিবহাল মহলের ইঙ্গিত একাধিক অস্ট্রেলিয় ক্রিকেটার নিজের দেশে ফিরে যেতে পারেন৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷
advertisement
advertisement
টায় জানিয়েছেন পারথের সরকার অস্ট্রেলিয়ায় ক্রমান্বয়ে বাড়তে থাকা করোনার মামলার জেরে সেখানের সরকার বাইরে থেকে আসা ব্যক্তিদের সংখ্যা কমিয়ে দিচ্ছে৷ আর তাই আদৌ ভারত থেকে গেলে ঘরে ফিরতে পারবেন না এই আশঙ্কায় টায়৷ তিনি এখনও একটিও ম্যাচ খেলেননি৷ তাঁকে এক কোটি টাকায় কেনা হয়েছে৷
বিসিসিআই (BCCI) জানিয়েছে আপাতত যতই সেকেন্ড ওয়েভ আসুক আইপিএল জারি থাকবে৷ কেউ যদি আইপিএল ছাড়তে চায় তাহলে তাদের কোনও আপত্তি নেই৷ এদিকে ব্যাঙ্গালোরের অ্যাডাম জাম্পাকে দেড় কোটিতেআর রিচার্ডসনকে চার কোটিতে কিনেছে৷
advertisement
ব্রিটেন, নিউজিল্যান্ডের মতো একাধিক দেশ এখন ভারত থেকে আসা কাউকে দেশে ঢুকতে দিচ্ছে না৷ অস্ট্রেলিয়া নিজেদের উড়ান ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে৷ রয়্যালসের লিয়াম লিভিংস্টোন ব্রিটেনে ঢোকা বন্ধ করার আগেই দেশে ফিরে গেছেন৷
এদিকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর ডেভিড হাসি জানিয়েছেন অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার চিন্তায় রয়েছেন যেভাবে ভারতে করোনা ভাইরাসের মামলা বাড়ছে তাতে কী করে দেশে ফিরবেন৷
view commentsLocation :
First Published :
April 26, 2021 4:06 PM IST