IPL 2021: মা গো! ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ‘এই’ নিষিদ্ধ কাজ করলেন অমিত মিশ্র, দেখুন

Last Updated:

মাঠের মধ্যেই সে কী কাণ্ড, সে কী কাণ্ড...

Amit Mishra receives a warning for applying saliva on the ball- Photo Courtesy- Twitter
Amit Mishra receives a warning for applying saliva on the ball- Photo Courtesy- Twitter
#দিল্লি : দিল্লি ক্যাপিটাল্সের লেগ স্পিনার অমিত মিশ্র (Amit Mishra) মাঠের মধ্যে নিয়ম বহির্ভুত কাজ করার জন্য আম্পায়ারের কাছ থেকে সতর্কবার্তা পেলেন৷ এটা প্রথম ভুল বলে তাঁকে সতর্ক করা হয়েছে আর পরের বার হলে আরও বড়সড় শাস্তির মুখে পরবেন দিল্লির এই অভিজ্ঞ স্পিনার৷ দেখে নিন দিল্লি ক্যাপিটাল্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে অমিত মিশ্র-র নিষিদ্ধ কাজের ভিডিও৷
advertisement
বলে ভুল করে নিজের মুখের লালা লাগিয়ে ফেলেছিলেন অমিত মিশ্র৷ করোনা কালে (Covid-19 pandemic) আইপিএল তথা বিশ্ব ক্রিকেটে একাধিক নতুন নিয়ম চালু হয়েছে৷ তারমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম যেখানে বলে কোনও ভাবেই মুখের থুতু বা লালা লাগানো যাবে না৷ আসলে বোলারদের এটা দীর্ঘদিনের অভ্যাস বল শাইন করতে তাঁরা লালা লাগিয়ে থাকেন৷ কিন্ত করোনা অতিমারির সময় এর থেকে ভয়ানক বিপদের সম্ভবনা থাকে৷
advertisement
অমিত মিশ্র কাজটি করার পরেই অনফিল্ড আম্পায়র তাঁর হাত থেকে বলটি নিয়ে আগে স্যানেটাইজ করে দেন৷ পরে এই নিষিদ্ধ কাজের জন্য দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থকে জানান৷
করোনা ভাইরাস অতিমারির মারণ সংক্রমণের জ্বালায় গোটা বিশ্ব জ্বলছে৷ তার মধ্যে গত একমাস ধরে ভারতের পরিস্থিতি রোজই ক্রমশ খারাপ হচ্ছে৷
ম্যাচে ফেরার পর তাঁর ফল খুব একটা ভালো হয়নি৷ গ্লেন ম্যাক্সওয়েল তাঁর প্রথম ওভারেই  ছক্কা মারেন৷ লং অফের ওপর দিয়ে৷ প্রথম ওভারের পঞ্চম বলেই এটা হয়৷
advertisement
অবশ্য পরে অমিত মিশ্রই গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করেন৷ আইপিএল কেরিয়ারে এই নিয়ে পঞ্চমবার ম্যাক্সওয়েলকে আউট করলেন অমিত মিশ্র৷
নবম ওভারের তৃতীয় বলে যখ মিশ্র আউটসাইড দ্য অফস্টাম্প বল করেছিলেন৷ ম্যাক্সওয়েল এগিয়ে এসে মারতে চেষ্টা করেছিলেন৷ এটা একটা কম রান ওঠা ওভার ছিল৷ স্টিম স্মিথ সহজ ক্যাচ ধরে তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠান৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: মা গো! ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ‘এই’ নিষিদ্ধ কাজ করলেন অমিত মিশ্র, দেখুন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement