IPL 2021: MI vs SRH টসে জিতে ব্যাট করবে মুম্বই, দু‘দলের প্রথম একাদশেই একাধিক পরিবর্তন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএলে আরও একটি হাই প্রোফাইল টক্কর৷
#চেন্নাই: হায়দরাবাদ খুঁজছে প্রথম জয় অন্যদিকে মুম্বইয়ের চ্যালেঞ্জ জয়ের ধারা ধরে রাখা৷ এই অবস্থায় চেন্নাইতে আয়োজিত নবম ম্যাচে টসে জিতলেন রোহিত শর্মা৷ টসে জিতে ব্যাট করবে মুম্বই ইন্ডিয়ান্স৷
#MumbaiIndians have won the toss and they will bat first against #SRH.
Follow the game here - https://t.co/ptYFR2P5Iz #MIvSRH #VIVOIPL pic.twitter.com/sBzCcBYeEt — IndianPremierLeague (@IPL) April 17, 2021
advertisement
আইপিএল ২০২১ (IPL 2021)-র ১৪ তম মরশুম শনিবার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) আজ শনিবার খেলবে৷ এই দুটি দলই নিজেদের প্রথম দুটি দল যারা এবারের আইপিএলের তৃতীয় ম্যাচ খেলবে৷
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এ মরশুমে শুরুটাই করেছে ল্যাজে গোবরে অবস্থায়৷ দু‘টি ম্যাচের (IPL 2021) ২ টিতেই হেরেছে ডেভিড ওয়ার্নার বাহিনী৷ এই অবস্থায় শনিবার তাদের সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ ডেভিড ওয়ার্নারের ( David Warner) ছেলেরা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR) বিরুদ্ধের ম্যাচ দুটি৷
ওয়ার্নার, মণীশ পান্ডে, জনি বেয়রিস্তো প্রত্যেকেই ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন কিন্তু তারপরেও দল জয়ের মুখ দেখেনি৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এ মরশুমে আরসিবি-র কাছে হারলেও কলকাতা নাইট রাইডার্সকে জেতা ম্যাচ হারিয়ে দিয়ে আত্মবিশ্বাসে ফুটছে৷
advertisement
এদিকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কেকেআরের নিশ্চিত জয়ের KKR-র মুখ থেকে কার্যত ছিনিয়ে নিয়েছে৷ ডেথ ওভারে তারা যেভাবে ম্যাচে ফিরে এসেছিল তা কুর্নিশযোগ্য৷ এই ম্যাচে তারা ১৫২ রানই করতে পেরেছিল৷ আর ওপেনিং পার্টনারশিপেই নীতিশ রাণা ও শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ ছিল ৭২ রানের৷ প্রথম উইকেট তারা যখন খোয়ায় তখন তাদের ৯ ওভার খেলা হয়ে গিয়েছিল৷ কিন্তু এরপর যেন উইকেট খোয়ানোর ধুম পড়ে যায়৷ আর ১২২ রানে ৩ উইকেট থেকে কেকেআর ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৪০ করে উঠতে পেরেছিল৷ ফলে যা হওয়ার তাই হয় ১০ রানে ম্যাচ হারে তারা৷
advertisement
ওয়ার্নারের ওপর উঠেছে প্রশ্ন৷ অস্ট্রেলিয়ান তারকার প্রথম একাদশ বেছে নেওয়া নিয়ে খুশি নয় থিঙ্কট্যাঙ্ক৷ তাই এই ম্যাচে দলে চার চারটি পরিবর্তন করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷ মুম্বই অধিনায়কও দলে একটি পরিবর্তন এনেছেন৷
Match 9. Sunrisers Hyderabad XI: D Warner, J Bairstow, M Pandey, V Singh, A Samad, V Shankar, A Sharma, R Khan, B Kumar, M Ur Rahman, K Ahmed https://t.co/ptYFR2P5Iz #MIvSRH #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) April 17, 2021
advertisement
Match 9. Mumbai Indians XI: R Sharma, Q de Kock, S Yadav, I Kishan, H Pandya, K Pollard, K Pandya, A Milne, R Chahar, J Bumrah, T Boult https://t.co/ptYFR2P5Iz #MIvSRH #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) April 17, 2021
advertisement
এই ম্যাচের লাইভ সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে, আর লাইভ স্ট্রিমিং হবে হটস্টারে৷ যারা জিও গ্রাহক তারা এই স্ট্রিমিং ফ্রি -তে দেখতে পাবেন৷
view commentsLocation :
First Published :
April 17, 2021 7:17 PM IST

